সাদ্দাম হোসাইন : হ্নীলার দুই ব্যক্তি ইয়াবা পাচারকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের হাতে আটক হয়েছে।
সুত্র জানায়,গত ১১এপ্রিল সকালে চট্টগ্রামের কর্ণফুলী ও মেট্রো এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক রুহুল আমিনের নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২হাজার ৪শ পিস ইয়াবাসহ টেকনাফের হ্নীলা ঊলুচামরীর মোহাম্মদ আলীর পুত্র মোঃ ইলিয়াছ (২৬) কে আটক করে।
এই ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর জব্দকৃত ইয়াবাসহ ধৃত ইয়াবা পাচারকারীকে কর্ণফুলী থানায় হস্তান্তর করা হয়েছে।
অপরদিকে সন্ধ্যা সাড়ে ৬টায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপসহকারী পরিচালক সাইফুল ইসলামের নেতৃত্বে একটি বিশেষ টিম পটিয়া মোজাফ্ফরাবাদ এলাকায় চট্টগ্রামগামী মাইক্রোবাস তল্লাশী করে হ্নীলা গাজী পাড়ার মরহুম ডাঃ এহসানুল হকের পুত্র ওমর ফারুক (৩৫) কে ১হাজার পিস ইয়াবাসহ আটক করে। তার বিরুদ্ধেও সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর জব্দকৃত ইয়াবাসহ ধৃত পাচারকারীকে নিকটস্থ থানায় সোর্পদ করা হয়েছে।
এদিকে স্থানীয়ভাবে খোঁজ নিয়ে জানা গেছে, স্থানীয় মাদক কারবারীদের প্রলোভনে পড়ে ইয়াবার চালান পাচারে বাধ্য হয়।