সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন করোনায় আক্রান্ত

: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৪ years ago

টেকনাফ টুডে ডেস্ক : মৌলভীবাজার ও হবিগঞ্জের সংরক্ষিত নারী সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি কয়েকদিন থেকে ধরে শরীরে জ্বর, ঠান্ডা, কাশি থাকায় করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। শনিবার ১৫ জানুয়ারি করোনা নমুনা পরীক্ষার ফলাফল পজিটিভ আসে। পরে মৌলভীবাজার সদর হাসপাতালের আইসিইউতে ভর্তি হন। সেখানে তাঁর শারিরিক অবস্থার অবনতি হলে সন্ধ্যায় সদর হাসপাতাল থেকে একটি এম্বুলেন্স যোগে সড়ক পথে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। এই তথ্যটি নিশ্চিত করেন তার ব্যক্তিগত সহকারি মো: মকবুল হোসেন চৌধুরী রাশেদ। সৈয়দা জোহরা আলাউদ্দিন এমপির ছোট ভাই সৈয়দ কবিরুল ইসলাম বোনের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।