টেকনাফ টুডে ডেস্ক : মুন্সিগঞ্জ-২ আসনের (লৌহজং-টঙ্গীবাড়ি) সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক হুইপ সাগুফতা ইয়াসমিন এমিলি এবং ৩ আসনের (সদর-গজারিয়া) সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক এ্যাড. মৃণাল কান্তি দাসের করোনা শনাক্ত হয়েছে।
বুধবার দুপুরে সংসদ সদস্য এমিলির ছেলে তাসকিন শাকিব ও মৃণালের ভাতিজা আপন দাস এ তথ্য নিশ্চিত করেন।
তাসকিন শাকিব বলেন, সোমবার জাতীয় সংসদ ভবন হাসপাতালে নিয়মিত চেকআপ করোনা হয় মায়ের। এ সময় করোনা পরীক্ষার নমুনা দেওয়া হয়। এরপর মঙ্গলবার রাতে রিপোর্টে পজিটিভ রেজাল্ট আসে। মা সবার কাছে দোয়া চেয়েছেন। বর্তমানে তিনি ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
আপন দাস বলেন, করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা দেওয়া হয়েছিল ঢাকায়। গতকাল রাতে করোনা পরীক্ষার ফলাফল পজিটিভ আসে। কিছু উপসর্গ আছে তবে, শারীরিকভাবে সুস্থ আছেন। তিনি বর্তমানে ঢাকার নিজ বাসাতে আছেন এবং ও সেখানে চিকিৎসা নিচ্ছেন।