শৈল্পিক, মানসম্মত ও জীবনঘনিষ্ট উপন্যাস সমাজ পরিবর্তনের শক্তিশালী হাতিয়ার

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

ফারজানা সিকদারের ‘নিয়তির জলকাব্য’ উপন্যাসের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সাংসদ কমল

সংবাদ বিজ্ঞপ্তি : কক্সবাজারের উদীয়মান কবি ও লেখিকা ফারজানা সিকদারের প্রথম উপন্যাস ‘নিয়তির জলকাব্য’ এর শুভ মোড়ক উন্মোচন অনুষ্ঠান গতকাল ২ ফেব্রুয়ারী বিকাল ৩ ঘটিকার সময় কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের সম্মেলন কক্ষে কক্সবাজার সরকারি কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক গিয়াস উদ্দিন এর সভাপতিত্বে ও নাইক্ষ্যংছড়ি আবুল কালাম ডিগ্রী কলেজের শিক্ষক নিলোৎপল বড়–য়ার সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন কক্সবাজার সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ নোমান হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি এডভোকেট সুলতান আহমেদ, কবি আফিস নুর, অধ্যাপক আকতার চৌধুরী, কবি শামীম আক্তার, কবি মানিক বৈরাগী, রামু থানার অফিসার ইনচার্জ এস.এম লিয়াকত আলী, উখিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রায়হানুল ইসলাম মিয়া, দৈনিক কক্সবাজার একাত্তর পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ বেলাল উদ্দিন বেলাল, দৈনিক আমাদের কক্সবাজার পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক সাইফুর রহিম শাহিন ও কবি ফারজানা সিকদারের মাতা সালেহা বেগম।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, কক্সবাজার জেলা মানবাধিকার কাউন্সিলের সাধারণ সম্পাদক ও রাজনীতিক এডভোকেট একরামুল হুদা ও উপন্যাসের লেখিকা ফারজানা সিকদার।
স্বাগত বক্তব্যের পরপরই প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা উপন্যাসের মোড়ক উন্মোচন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, শৈল্পিক ও মানসম্মত ও জীবনঘনিষ্ঠ উপন্যাস সমাজ পরিবর্তনের শক্তিশালী হাতিয়ার।