শেরেবাংলা গোল্ডেন এ্যাওয়ার্ডে ভুষিত হয়েছেন চকরিয়া উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক দিলসাদ

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

এম.জিয়াবুল হক, চকরিয়া :
গ্রামীণ জনপদে প্রাথমিক শিক্ষার অগ্রগতি উন্নয়ন ও শিক্ষা প্রসারে বিশেষ অবদানের জন্য ২০২০ সালে শেরে বাংলা গোল্ডেন এ্যাওয়ার্ড সম্মাননা পদকে ভুষিত হয়েছেন কক্সবাজারের চকরিয়া উপজেলার নির্বাচিত শ্রেষ্ঠ প্রধান শিক্ষক ও বড়ভেওলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলসাদ আঞ্জুমান রুমা।
১৩ নভেম্বর বিকেল ৪টার সময় ঢাকাস্থ সেগুনবাগিচা কচিকাঁচা ভবন মিলনায়তনে শেরে বাংলা এ কে ফজলুল হক গবেষণা পরিষদ কতৃক আয়োজিত শেরে-বাংলা এ কে ফজলুল হকের ১৪৭ তম জন্ম বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে কক্সবাজার জেলার সফল প্রধান শিক্ষক দিলসাদ আঞ্জুমান রুমাকে শেরে বাংলা গোল্ডেন এ্যাওয়ার্ড সম্মাননায় ভুষিত করা হয়।
সংগঠনের মহাসচিব আর.কে. রিপনের উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সুপ্রিমকোর্টের বিচারপতি ফয়সল মাহমুদ ফয়েজী। সফল প্রধান শিক্ষক দিলসাদ ব্যক্তিগত কারণে উপস্থিত হতে পারেনি। তবে তাঁর প্রতিনিধি একই বিদ্যালয়ের শিক্ষিকা সাবরিনা আফরোজা অনুষ্টানে প্রধান অতিথির কাছ থেকে “শেরে-বাংলা গোল্ডেন এ্যাওয়ার্ড” ২০২০ সম্মাননা ও সনদ গ্রহন করেন।
অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন, শেরে-বাংলা কৃষি বিশ্ব বিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর ড.কামাল উদ্দীন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন। উপস্থিত ছিলেন শেরে-বাংলা এ কে ফজলুল হক গবেষণা পরিষদের উপদেষ্টা মোশারফ হোসেন খান চৌধুরী, সংগঠনের সভাপতি সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবি এডভোকেট মোঃ নজরুল ইসলাম সরদার, সংগঠনের বিভাগীয় সমন্বয়কারী সাংবাদিক এসএম হান্নান শাহ এবং শেরে-বাংলা এ কে ফজলুল হক গবেষণা পরিষদের কর্মকর্তা এবং সারাদেশ থেকে সম্মাননায় ভুষিত জনপ্রতিনিধি, শিক্ষক, বুদ্ধিজীবি, আইনজীবি রাজনীতিবিদ, ও সমাজ বদলের সফল ব্যক্তিবর্গ বিভিন্ন পেশাজীবী মহলসহ দেশ বরন্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য ২০১৯ সালে চকরিয়া উপজেলার ১৪৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে নারী ক্যাটাগরীতে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত হন চকরিয়া উপজেলার বড় ভেওলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলসাদ আঞ্জুমান রুমা। তাঁর পৈত্রিক বাড়ি চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়নের ২ নম্বর ওয়াডের্র চৌধুরী পাড়া গ্রামে। তিনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মৃত মাস্টার আশরাফুজ্জামান ও হাছনে আরা বেগমের পঞ্চম সন্তান এবং হারবাং ইউনিয়নের বাসিন্দা এবং সাহারবিল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের উপসহকারি কমিউনিটি মেডিকেল অফিসার ডাঃ কামরুল ইসলামের সহধর্মীনি।
উপজেলার সেরা প্রধান শিক্ষিক দিলসাদ আঞ্জুমান রুমা ১৯৯৮ সালে এসএসসি, ও ২০০০ সালে এইচএসসি, ২০০৩ সালে স্নাতক ও ২০০৯ সালে স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন। ২০০৭সালে সিইনএড ও ২০১৩ সালে বিএড কোর্স সম্পন্ন করেন। ২০০১ সালের ২৯ আগস্ট চকরিয়া পৌরসভার কাহারিয়াঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারি শিক্ষক হিসেবে নিয়োগ পেয়ে প্রথম চাকুরি জীবন শুরু করেন দিলসাদ।
পরবর্তীতে সরাসরি নিয়োগ পরীক্ষার মাধ্যমে ২০০৮ সালের ৩০জুন বর্তমান কর্মস্থল বড় ভেওলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করে অদ্যবধি সুনামের সাথে চাকুরি করে আসছেন। শিক্ষকতা জীবনে সাফল্যজনক এই কৃতিত্বের জন্য সংশ্লিষ্ট বিদ্যালয়ের সহকারি শিক্ষক, এসএমসি কমিটি ও অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন দিলসাদ আঞ্জুমান রুমা।

  • চকরিয়া উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক দিলসাদ
  • শেরেবাংলা গোল্ডেন এ্যাওয়ার্ড