“শুধু ক্রেস্ট নয় , যেন দিলটাই দিয়ে দিয়েছি”

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

বার্তা পরিবেশক : মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য, কথাটা আমরা অনেক দিন ধরে শুনে চলছি কিন্তু তা বাস্তবায়ন করতে কত জন? এই পুঁজিবাদী সভ্যতা যখন মানুষকে স্বার্থের পেছনে লেলিয়ে দিয়েছে , সামাজিক বন্ধনকে করে দিয়েছে পঙ্গু, সভ্যতার তুঙ্গে থাকা মানুষের ব্যস্ততা মানব সমাজের মায়া মমতাকে চূর্ণ করে দিয়েছে। সেই পুঁজিবাদী সভ্যতার রেশকে পদদলিত করে, মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য কথাটা সত্য প্রমাণিত করে চলেছেন চট্টগ্রাম নগরীর নগর পিতা , চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দিন। কি অমায়িক মুখের ভাষা, প্রতিবন্ধীদের প্রতি কি দরদ ও ভালোবাসা ! তা সংক্ষেপে লিখে শেষ করা যাবে না! সত্যি অসাধারণ তিনি, স্যার প্রতিবন্ধী সমাজ আপনার প্রতি চির কৃতজ্ঞ থাকবে।
অনেকেই ভাবছেন কেন বলছি ? আপনারই বলুন কেন বলবো না ? যখন ডিজিটাল এই যুগেও কিছু মানুষ প্রতিবন্ধীদের কথা শুনলেই অবজ্ঞায় অবহেলায় নাকের ডগা উঁচু করে ঠিক তখনই নিজের সব আভিজাত্যকে বিসর্জন দিয়ে প্রতিবন্ধীদের পাশে এসে দাঁড়ায় , মাটির মতো মিশে যায় সব প্রতিবন্ধীদের অন্তরে অন্তরে তখন তাঁর কথা না বলা মানেই বড্ড অকৃতজ্ঞতার বহি প্রকাশ।
যখন যে কোন প্রয়োজনে কোন প্রতিবন্ধীদের জন্য ছুটে গিয়েছি তখনি সেটা ব্যবস্থা করে দিয়েছেন। দিয়েছেন সাহস ও প্রতিবন্ধীদের বেঁচে থাকার অনুপ্রেরণার।
এই তো সে বেশি দিনের কথা নয় গত ১৪/০৯/২০১৯” পরশ” কতৃক আয়োজিত প্রতিবন্ধী কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০১৯অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রাম নগরীর সবচেয়ে ব্যয়বহুল ও পরিচিতি বিনোদন কেন্দ্র ফয়েজ লেক কনকর্ডে , সেখানে তিনি দুইশত প্রতিবন্ধী ও তাদের অভিভাবকের দুপুরের খাবার ব্যবস্থা করে দিয়েছেন এবং বিনা ভাড়ায় প্রবেশ ও রাইড ব্যবহারের জন্য সুপারিশ করে এবং প্রধান অতিথির আসন অলংকরণের সম্মতি দিয়ে যেভাবে ” পরশ” সহযোগিতা করেছেন তা অনন্য, ওনার এই মহা মূল্যবান সহযোগিতা না পেলে হয়তো প্রতিবন্ধীদের জীবনে এমন একটি আনন্দময় দিন উপহার দিতে পারতো না ” পরশ” । স্যার আপনার এই ঋণ কখনো ভুলবে না পরশ ।তাই এই ছোট্ট ক্রেস্ট দিয়ে আপনাকে বরণ , আপনার প্রতি আমাদের অকৃত্রিম ভালোবাসা। বলতে পারি স্যার শুধু ক্রেস্ট নয় যেন দিলটাই দিয়ে দিয়েছি।
ভবিষ্যতেও প্রতিবন্ধীদের জন্য আপনার এই স্নেহের হাত চির উন্মুক্ত থাকুক। মহান আল্লাহ আপনার উত্তরোত্তর শ্রী বৃদ্ধি করোক , আপনার জয় হোক।

শুভেচ্ছান্তে ‌:
মো. রফিকুজ্জামান
সভাপতি – পরশ