নিজস্ব প্রতিবেদক : পেকুয়া উপজেলার শীলখালীতে সীমানা বিরোধের জেরে বসতঘরে ঢুকে হামলার ঘটনা ঘটেছে। এসময় হামলাকারীদের বাধাঁ দিতে পিটিয়ে জখম করা হয়েছে ফুল ব্যবসায়ী নুরুন্নবী ও তাঁর বোন কুলছুমা বেগমকে। আহতদের মধ্যে নুরুন্নবীকে আশঙ্কাজনক অবস্থায় কক্সবাজার জেলা সদর হাসপাতালে প্রেরণ করেছে পেকুয়া উপজেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক। শনিবার ইফতারের আগে শীলখালী ইউনিয়নের লম্বা মোরা গ্রামে ঘটেছে এ হামলার ঘটনা। আহত দুই ভাই বোন স্থানীয় আবুল কালামের ছেলে ও মেয়ে।
হামলার এ ঘটনায় ৬জনকে আসামি করে পেকুয়া থানায় একটি এজাহার দিয়েছেন আহতদের পরিবার। এতে বিবাদি করা হয়েছে একই এলাকার মোকাদ্দেসুর রহমান, মোজাম্মেল হক, আবদুল মান্নান, সাইমন, জেসি ও বুলবুল জন্নাত নামের মোট ছয়জনকে।
আহত ব্যবসায়ী নুরুন্নবী জানান, শীলখালী ইউনিয়নের লম্বা মোরা এলাকায় বাড়িভিটার সীমানা বিরোধ নিয়ে প্রতিপক্ষ গংয়ের সঙ্গে মনোমালিন্য রয়েছে। মুলত পুর্ব বিরোধের জেরে শনিবার ইফতারের আগে অভিযুক্তরা আমার বাড়িতে ঢুকে হামলা চালায়। ওইসময় তাদেরকে বাঁধা দিতে গেলে প্রথমে আমাকে পিটিয়ে গুরুতর জখম করে। পরে আমান বোন কুলছুমা বেগম এগিয়ে আসলে তাকেও প্রহার করে হামলাকারীরা। ঘটনার সময় বাড়িতে ঢুকে নগদ ৩৫ হাজার লুটে নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন আহত নুরুন্নবী। ##