শামসু উদ্দিন, টেকনাফ :
টেকনাফের বাহারছড়া ইউনিয়নের উত্তর শীলখালী এলাকায় মাদ্রাসার শিক্ষকের হাতে ৪র্থ শ্রেনীর এক শিশু ছাত্রী ধর্ষনের শিকার হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে উত্তর শিলখালী আলহেরা ইবতেদায়ী নুরানি মাদ্রাসার ভেতরে এই ঘটনা ঘটে। ধর্ষনের শিকার শিশুটিকে মূমূর্ষ অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ অভিযুক্ত মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুর রহমান আটকের সত্যতা নিশ্চিত করেছেন।
এঘটনায় মামলার প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।
জানা যায় , টেকনাফ উপজেলার বাহারছড়া উত্তর শিলখালী আলহেরা ইবতেদায়ী নুরানি মাদ্রাসায় শিক্ষক মৌলভী নুরুল হক (২০) বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে ঐ মাদ্রাসার ৪র্থ শ্রেণির শিশু শিক্ষার্থীকে ধর্ষন করে। রোহিঙ্গা শিক্ষক কর্তৃক ধর্ষিত হয়ে রক্তাক্ত অবস্থায় শিশুটি বাড়িতে গিয়ে তার মাকে ঘটনাটি জানায়।
ধর্ষনের শিকার শিশুটির চাচা জানান, বিকেল ৩টার দিকে মাদ্রাসার পাশের জমিতে ছাগল আনতে যায় শিশুটি। এসময় শিক্ষক নুরুল হক তাকে মাদ্রাসায় ডেকে নিয়ে যায়। এক পর্যায়ে তার কক্ষে নিয়ে ধর্ষন করে। পরে রক্তাক্ত অবস্থায় শিশুটি বাড়িতে এসে জানান মৌলভী নুরুল হক তাকে একটি শ্রেনী কক্ষে নিয়ে জোর পূর্বক ধর্ষন করে । পরে রক্তক্ষরণে শিশুটি অজ্ঞান হয়ে যায় এসময় মুমূর্ষু অবস্থায় তাকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়।
শিশুটির অবস্থা আশংকাজনক বলে জানা গেছে।
ঘটনা জানাজানি হলে মাদ্রাসা শিক্ষক পালিয়ে যায়। পরে জনতার সহায়তায় পুলিশ টেকনাফ সদর ইউনিয়নের মাঠ পাড়া পাহাড়ী এলাকা থেকে তাকে আটক করে।
