শিলখালী ইউনিয়ন কৃষকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল সম্পন্ন

: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৪ years ago

নিজস্ব প্রতিবেদক : পেকুয়া উপজেলার শিলখালী ইউনিয়ন কৃষক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল স্থানীয় জারুলবনিয়া স্টেশনে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ১৪ জানুয়ারী বিকালে ইউনিয়ন কৃষক লীগের আহŸায়ক জাহাঙ্গীল আলম বি.কমের সভাপতিত্বে ও যুগ্ম আহŸায়ক আনিছুর রহমান ও মো. নাছির উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সস্মেলনে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ জাফর আলম।
সম্মেলন ও কাউন্সিলে উদ্বোধক ছিলেন পেকুয়া উপজেলা কৃষকলীগের আহŸায়ক মেহের আলী। প্রধান বক্তার বক্তব্য দেন কক্সবাজার জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আতিক উদ্দিন চৌধুরী। এতে বিশেষ অতিথির বক্তব্য দেন, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সদস্য আমিনুর রশিদ দুলাল, কক্সবাজার জেলা কৃষকলীগের সিনিয়র সহসভাপতি আনিসুল হক চৌধুরী, সাংগঠনিক সম্পাদক রিয়াজ মোরর্শেদ, টৈটং ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক চেয়ারম্যান জাহেদুল ইসলাম চৌধুরী, চকরিয়া উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আমির হোসেন আমু, পেকুয়া উপজেলা কৃষকলীগের যুগ্ম আহŸায়ক শহিদুল ইসলাম শাহেদ, আমিরুল খোরশেদ চৌধুরী, আওয়ামী লীগ নেতা কাজিউল ইনসান, আসাদুল হক প্রমুখ। এছাড়াও ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
সম্মেলনে প্রধান অতিথি বলেছেন, ‘বাংলাদেশের অর্থনীতির মূল চালিকা শক্তি হচ্ছে এদেশের কৃষক। কৃষকদের পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করতে সরকার বদ্ধ পরিকর। এ লক্ষ্যে ধান-চাল ক্রয় কমিটিতে জেলা ও উপজেলা পর্যায়ে কৃষক প্রতিনিধি সম্পৃক্ত করা হয়েছে। এটা কৃষকদের জন্য খুবই আনন্দের বিষয়। নেতৃবৃন্দ প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করার লক্ষ্যে কৃষকলীগের নেতাকর্মীদেরকে আন্তরিকতার সাথে কাজ করতে হবে।
এমপি জাফর আলম আরও বলেন, ‘বিএনপি’র আমলে সারের জন্য আন্দোলনরত ১৮ জন কৃষককে গুলি করে হত্যা করা হয়। তখন সারাদেশে কৃষকরা আন্দোলনে নামে। সেই সময় জাতির জনকের কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় এলে বিনামূল্যে কৃষকদের সার দেয়ার কথা বলেছিলেন। এখন আমরা সারাদেশে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার-বীজ তুলে দিচ্ছি। এতেই প্রমাণ হয় শেখ হাসিনা কথা দিয়ে কথা রাখেন।’ শেখ হাসিনা সরকারের আমলে সারের জন্য কৃষকের প্রাণ হারানোর ভয় নেই।##