শাহপরীরদ্বীপ বেড়িবাঁধে পাওয়া গেল ১৪হাজার পরিত্যক্ত ইয়াবা

: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৪ years ago

ফরিদুল আলম : শাহপরীর দ্বীপে কোস্টগার্ড জওয়ানেরা বেড়িবাঁধ এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১৪হাজার পিস ইয়াবার চালান জব্দ করেছে।
সুত্র জানায়,২জুন সকাল সোয়া ৬টায় বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ-পূর্ব জোনের টেকনাফ শাহপরীরদ্বীপ আউটপোস্টর দক্ষিণ পাড়া বেড়িবাঁধ এলাকায় অভিযানে যায়। কিছুক্ষণ পর এক ব্যক্তিকে মোটর সাইকেল যোগে বস্তা বহন করতে দেখে বাঁশির মাধ্যমে দাড়ানোর জন্য সংকেত দেওয়া হয়। তখন কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে বেড়িবাঁধের পাশে সরু রাস্তায় দিয়ে পালিয়ে যাওয়ার সময় একটি বস্তা পড়ে যায়। পরবর্তীতে পড়ে যাওয়া বস্তাটি উদ্ধার করে কোস্টগার্ড অফিসে নিয়ে তল্লাশি করে ১৪হাজার পিস ইয়াবা পাওয়া যায়।
কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার বিএন আমিরুল হক জানান,জব্দকৃত ইয়াবা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। ###