শাহপরীরদ্বীপে সড়কের বেহাল দশা

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৪ years ago

মো: আলম, শাহপরীরদ্বীপ :
টেকনাফের শাহপরীরদ্বীপবাসীর যাতায়াত দূর্ভোগের যেন শেষ নেই।

টেকনাফের সাথে দীর্ঘ নয় বছরের মতো সরাসরি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে এলাকাটির।

এর মাঝে শাহপরীরদ্বীপের উপসড়ক গুলোর বেহাল দশা দেখা দিয়েছে।

শাহপরীরদ্বীপ তিন রাস্তার মাথা থেকে পশ্চিমে বেড়িবাধ পর্যন্ত সড়কটির সংস্কার নেয় দীর্ঘদিন যাবৎ। সড়কটির কার্পেটিং উঠে গেছে বহু আগে। বিভিন্ন অংশ খানাখন্দকে ভরা। বহু কষ্টে এই সড়ক দিয়ে যাতায়াত করে ডাঙ্গর পাড়া সহ কয়েক গ্রামের মানুয।

এর মাঝে এই সড়কের টাওয়ার এলাকায় গত কয়েক মাস যাবৎ সড়কের মাঝখানে কালভার্ট এর একটি অংশ খসে পড়েছে। সেই থেকে ঝুঁকি নিয়ে সড়ক দিয়ে চলাচল করছে যানবাহন ও পথচারীরা।

দীর্ঘদিন যাবৎ এই অবস্থা চলে আসলেও দেখার যেন কেউ নেই।

স্থানীয় ইউপি মেম্বার রেজাউল করিম রেজু জানান, কালভার্টটি দ্রুত সংস্কার করে চলাচলের
উপযোগী করতে উদ্যোগ নেয়া হবে।