এম.জিয়াবুল হক : বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক ফডারেশনের কার্যকরী সভাপতি, সাবেক নৌ-পরিবহণ মন্ত্রী আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাহজাহান খানের বিরুদ্ধে দায়েরকৃত হয়রানীমূলক মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছেন কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কসহ চকরিয়া উপজেলার সকল রোড কমিটির শ্রমিক নেতৃবৃন্দ। মঙ্গলবার দুপুরে সাবেক মন্ত্রী শাহজাহান খানের মামলা প্রত্যাহারের দাবীতে আরকান সড়ক পরিবহণ ও কক্সবাজার ট্রাক মিনিট্রাক পিকআপ শ্রমিক ইউনিয়নের আয়োজনে চকরিয়া পৌরশহরে বিক্ষোভ মিছিল করেছে সর্বস্তরের শ্রমিক নেতৃবৃন্দ। বিক্ষোভ শেষে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল দুপুরে চকরিয়া শহরের শহীদ আবদুল হামিদ পৌর বাসটার্মিনাল থেকে সকল রোড কমিটির শ্রমিক নেতৃবৃন্দের অংশগ্রহনে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলটি কক্সবাজার-চট্টগ্রাম মহামড়কের চকরিয়া পৌরশহরের প্রধান সড়ক প্রদিক্ষন শেষে পুনরায় বাসটার্মিনাল গিয়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হন।
আরকান সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সভাপতি জহিরুল ইসলামের সভাপতিত্বে ও চকরিয়া-লামা-আলীকদম রোড় কমিটির সাধারণ সম্পাদক রফিক উদ্দিনের সঞ্চলনায় অনুষ্ঠিত সমাবেশে অতিথির বক্তব্য রাখেন আরকান সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির যুগ্ন সম্পাদক ও কক্সবাজার শাখার সভাপতি মো: কামাল আজাদ।
সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আরকান সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি শাহজাজান ভুট্রো, সহ-সভাপতি আবুল কালাম, কক্সবাজার ট্রাক মিনিট্রাক পিকআপ শ্রমিক ইউনিয়নের (রেজি: নং ১০৮৫) কার্যকরি সদস্য ও চকরিয়া উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শওকত হোসেন, সদস্য নুরুল আমিন পুতু, সদস্য চেয়ারম্যান সামসুল আলম, চকরিয়া-লামা-আলীকদম রোড় কমিটির সভাপতি রফিক আহমদ, বৃহত্তর চকরিয়া সিএনজি শ্রমিক ইউনিয়নের সভাপতি জয়নাল আবদীন, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন ধলু, বানিয়ারছড়া পেকুয়া মগনামা সড়ক যানবাহন মালিক সমিতির সভাপতি নূরুল আবছার, বানিয়ারছড়া পেকুয়া মগনামা সড়ক শ্রমিক ইউনিয়নের সভাপতি বেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক আবু মুসা।
এছাড়াও সমাবেশে বক্তব্য রাখেন, কেবি জালাল উদ্দিন সড়ক শ্রমিক ইউনিয়নের সভাপতি রেজাউল করিম, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, চকরিয়া কক্সবাজার হাইয়েস শ্রমিক ইউনিয়নের সভাপতি নুরুল হোসেন মনু, সহ-সভাপতি সাইফুল ইসলাম বাবু প্রমুখ। সমাবেশে আরাকান সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের অন্তর্ভুক্ত চকরিয়া উপজেলার বিভিন্ন সড়কের যানবাহন মালিক ও শ্রমিক ইউনিয়নের হাজারো নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বলেন, সাবেক নৌ-পরিবহণ মন্ত্রী ও বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক ফেড়ারেশন কার্যকরী সভাপতি শাহজাহান খানের বিরুদ্ধে চিত্রনায়ক ইলিয়াছ কাঞ্চনের দায়েরকৃত হয়রাণিমুলক মিথ্যা মামলাটি অবিলম্বে প্রত্যাহার করতে হবে। যতক্ষন পর্যন্ত মামলাটি প্রত্যাহার করা হবেনা, ততক্ষন শ্রমিকরা রাজপথে আন্দোলন চালিয়ে যাবে। প্রয়োজনে কেন্দ্রীয় কমিটির নির্দেশক্রমে বৃহত্তর কর্মসুচি দিতে বাধ্য হবে।
সমাবেশে বক্তারা হুশিঁয়ারি দিয়ে বলেন, আগামী ২৪ ঘন্টার মধ্যে শাহজাহান খানের মামলা প্রত্যাহার করতে হবে। নইলে কেন্দ্রীয় কমিটির সঙ্গে আলোচনা করে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ক এবং অর্ন্তভুক্ত সকল সড়কে সবধরণের যানবাহন চলাচল অনিদিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হবে। ##