শালবাগান রোহিঙ্গা ক্যাম্পের অক্সফামের ‘ওয়াশ প্রোগ্রাম’ এনজিও ফোরাম’র কাছে হস্তান্তর

: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

নিজস্ব প্রতিবেদক :

টেকনাফে রোহিঙ্গা ক্যাম্প-২৬ এর অক্সফাম কর্তৃক বাস্তবায়িত ‘ওয়াশ প্রোগ্রাম’ আনুষ্ঠানিক ভাবে হস্তান্তর করা হয়েছে। দেশীয় এনজিও সংস্থা এনজিও ফোরাম ফর পাবলিক হেল্থ এর কাছে ২৩ ডিসেম্বর সোমবার আনুষ্ঠানিক ভাবে হস্তান্তর করা হয়।
এ উপলক্ষে শালবাগান ক্যাম্প ইনচার্জ কার্যালয়ে সকাল ১০ টায় এক সভার আয়োজন করা হয়। রোহিঙ্গ্যা ক্যাম্প-২৬ এর ইনচার্জ মোঃ খালেদ হোসেনের সভাপতিত্বে অক্সফামের পিএইচপি টিটিএল গ্রেইস এমবাজি’র পরিচালনায় অনুষ্ঠিত সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অক্সফামের ডেপুটি হিউম্যানটেরিয়ান প্রজেক্ট কো-অর্ডিনেটর আশুতোষ দে, ওয়াশ কো-অর্ডিনেটর জুলফিকার আলী হায়দার, পিএইচই ডেপুটি (টিএল) অফিসার সাফওয়াতুল হক নিলয়, পিএইচপি অফিসার শাহাব উদ্দিন শিহাব, এনজিও ফোরাম এর ডেপুটি প্রজেক্ট কো-অর্ডিনেটর রফিকুল ইসলাম, ডেপুটি প্রজেক্ট ম্যানেজার নুরুন্নবী, ইউএনএইচসিআর-এর সহকারি ওয়াশ অফিসার শহিদুল ইসলামসহ বিভিন্ন এনজিও সংস্থার প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আলোচনা সভায় ক্যাম্প ইনচার্জ মো. খালেদ হোসেন বলেন, নয়াপাড়া শালবাগান ক্যাম্পে বিগত দু’টি বছর রোহিঙ্গাদের মাঝে পানি সরবরাহ করে ব্যাপক সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে অক্সফাম। বর্তমানে যে ভাবে পানি সরবরাহ করে যাচ্ছে সে ধারা অব্যাহত রেখে এনজিও ফোরামকেও আরো একধাপ এগিয়ে যেতে হবে। তিনি অক্সফামের প্রসংশা করে বিভিন্ন কর্মকান্ডের উপর আলোচনা করেন।
উল্লেখ্য গত ২০১৭ সনের ১৭ জানুয়ারি থেকে মিয়ানমারের বাস্তচ্যুত রোহিঙ্গা নাগরিকদের কাছে নিরাপদ সুপেয় পানি সরবরাহ করতে কাজ শুরু করেন এবং এই বছরের শুরু থেকে ৩ টি ব্লকে স্যানিটেশন এবং হাইজিন নিয়ে কাজ করে যাচ্ছেন।
শতভাগ সফলতায় নিয়ে দেশীয় এনজিও সংস্থা এনজিও ফোরাম ফর পাবলিক হেল্থ এর কাছে হস্তান্তর করেছেন। আগামী ১ লা জানুয়ারি থেকে এনজিও ফোরাম কাজ শুরু করবেন।
এদিকে বিকাল ২ টায় নয়াপাড়া অক্সফাম চত্বরে স্টাফদের সার্টিফিকেট ও ক্রেস্ট বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় সুপার ভাইজার (ওয়াশ) আমান উল্লাহ এর সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পিএইচই ডেপুটি (টিএল) অফিসার সাফওয়াতুল হক নিলয়, উনছিপ্রাং ক্যাম্পের টীম লিডার কাজল কুমার বর্ধন, লজেষ্টিক অফিসার খালিদ হাসান. পি.এইচ.ই অফিসার আদিলা সুলতানা, গালিব ইশরাক চৌধুরী, মোঃ ইয়াছিন আরাফাত , পিএইচপি এসোসিয়েট দেলোয়ার হোসাইন, পিএইচই এসোসিয়েট মোঃ ইউসুফ, প্লান্ট অপারেটর মোঃ জোহার, স্টোর কিপার জাহিদুল আলম, ফিল্ড সুপার ভাইজার (ওয়াশ) মোঃ সালাম প্রমুখ।
অনুষ্ঠানে শালবাগানস্থ সোয়াটের ২৫ জন্য স্টাফদের মধ্যে অভিজ্ঞতা সনদের পাশাপাশি ক্রেস্ট প্রদান করা হয়।
অপরদিকে স্টাফদের পক্ষ থেকে পি.এইচ.ই ডেপুটি (টিএল) অফিসার সাফওয়াতুল হক নিলয়, পি.এইচ.ই অফিসার আদিলা সুলতানা, পিএইচই এসোসিয়েট মোঃ ইউসুফকে সম্মননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।
এসময় এক সংক্ষিপ্ত বক্তব্যে সাফওয়াতুল হক নিলয় বলেন, কর্মক্ষেত্রের বিদায় চিরতরে নই। বাস্তব অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সামনের দিকে অগ্রসর হয়ে মানুষের সেবায় নিজেদের উৎসর্গ করতে হবে। যেখানেই কাজ করুন, ভাল কর্মে নিজেদের পরিচয় ফুঠে উঠবে। সকল স্টাফদের আগামী কর্মময় জীবন সুন্দর কামনা করছি।