জাদিমুড়া ক্যাম্প সংলগ্ন এলাকা থেকে গুলিবিদ্ধ রোহিঙ্গা মাঝিকে উদ্ধার

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৪ years ago

নিজস্ব প্রতিনিধি।
টেকনাফের নয়াপাড়া রেজিস্ট্রার্ড ক্যাম্পের সাব মাঝি সৈয়দ আহমদকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করেছে আমর্ড পুলিশ ব্যাটালিয়ন এপিবিএন।

আজ সন্ধা পৌনে ৬টার দিকে জাদিমুড়া ক্যাম্প সংলগ্ন পাহাড়ী ছড়া থেকে গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করা হয়।

১৬ আমর্ড পুলিশ ব্যাটালিয়ন অধিনায়ক পুলিশ সুপার তারিকুল ইসলাম জানান, শালবাগান সি ৭ ক্যাম্পের সামনে থেকে তাকে অপহরণ করে নিয়ে যায় পুতিয়া গ্রুযপের পুতিয়া, দিলওয়ার শিয়াইল্যা, হামিদ, আবুল বশর সহ আরো ৭/৮ জন সশস্ত্র সন্ত্রাসী অস্ত্রের মুখে জিম্মি করে পাহাড়ের দিকে নিয়ে যায়।

পরবর্তীতে শালবাগান ও জাদিমুড়া পুলিশ ক্যাম্প যৌথভাবে অভিযান পরিচালনাকালে জাদিমুড়া পুলিশ ক্যাম্প বি-১১ ব্লকের পার্শ্বস্থ কাটাতার সংলগ্ন পাহাড়ী ছড়া থেকে গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ভিকটিমকে এম্বুলেন্স যোগে কক্সবাজার প্রেরণ করা হয়। এপিবিএন তাৎক্ষনিক ভিকটিমকে জিজ্ঞাসাবাদ করলে ভিকটিম উপরোল্লিখিত সন্ত্রাসীদের নামগুলো জানায়। পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা যায় ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে l