শারীরিক নি*র্যা*ত*ন ও হ*য়*রা*নি বন্ধের দাবিতে হ্নীলা টমটম শ্রমিকদের সংবাদ সম্মেলন

লেখক: হুমায়ুন রশিদ
প্রকাশ: ৩ years ago

বার্তা পরিবেশক: টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে আইন শৃঙ্খলার দায়িত্বরত ১৬ এপিবিএন পুলিশ কর্তৃক হ্নীলা টমটম শ্রমিকদের প্রতিনিয়ত শারীরিক নির্যাতন ও হয়রানি বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় টমটম শ্রমিকরা।

মঙ্গলবার (১১এপ্রিল) বিকালে দক্ষিণ হ্নীলা টমটম ও মিনিটম শ্রমিক সমবায় সমিতি লিঃ ( রেজিঃ নং ২৪৭০) এর হ্নীলা পুরাতন বাজারস্থ নিজ কার্যালয়ে উক্ত সংবাদ সম্মেলনের আয়োজন করেন। দক্ষিণ হ্নীলা টমটম ও মিনিটমটম শ্রমিক সমবায় সমিতির পক্ষে সভাপতি আবুল হোছন সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন। সংবাদ সম্মেলনে শ্রমিক নেতারা রোহিঙ্গা ক্যাম্পে আইন শৃঙ্খলার দায়িত্বরত ১৬ এপিবিএনের পুলিশের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, প্রতিদিন আমাদের শ্রমিকেরা তাদের জীবন-জীবিকা নির্বাহ করতে গাড়ি নিয়ে বের হলে জাদিমুড়া এলাকা থেকে ১৬ এপিবিএন পুলিশ সদস্যরা আমাদের থামিয়ে সকাল থেকে আমারদের গাড়ি আটক রেখে রাতে তাদের ডিউটির জন্য নিয়ে যায়। পরের দিন রাতে ডিউটি শেষে সকালে একটি টুকেন হাতে ধরিয়ে দিয়ে বিনা বেতনে বা কোন ধরনে ভাড়া না দিয়ে ছেড়ে দেন। এর ফলে আমরা ওই দিন সকাল থেকে রাত, পরের দিন ও রাত ( অর্থাৎ দু’দিন ও দু’রাত) গাড়ি চলাতে পারিনা। তাতে গাড়ির মালিকদের আমাদের বাড়ি থেকে দু’দিনের টাকা এনে ভাড়া দিতে হয়। একদিন ভাড়া মারলে আমরা বেশি ফেলে ৩শ থেকে ৫শ টাকা পায়ে থাকি। তা দিয়ে সংসার চালিয়ে কোনমতে জীবন পার করতেছি। সেখান থেকেও যদি এপিবিএনের কারণে কোন টাকা না পেয়ে বাড়ি থেকে এনে গাড়ির মালিককে দিতে হয় তার থেকে কি জুলুম, অবিচার আর আছে ? বিদ্যুৎ চালিত গাড়ি রাতে ডিউটির সময় বিদ্যুৎ ফুরিয়ে গেলে তা মজুদ করতে একদিন সময় লাগে। শুধু তাই নয় আমরা তাদের সাথে ডিউটি করতে অস্বীকৃতি জানালে তারা আমাদেরকে মাদক মামলা দিয়ে জেলে পাঠানোর হুমকি দয়ে মারধরসহ বিভিন্ন ভাবে শারীরিক নির্যাতন করে। আমাদের কয়েকজন শ্রমিক ভাই তাদের মারধরের শিকার হয়ে অসুস্থতার কারণে বাড়িতে চিকিৎসাধীন রয়েছে অনেক টমটম শ্রমিক।

সংবাদ সম্মেলনে তারা আরো বলেন, রোহিঙ্গা ক্যাম্পের ভিতরে অসংখ্য রোহিঙ্গা টমটম চালাচ্ছে অথচ তাদের গাড়ি কে ডিউটির জন্য রাখা হচ্ছে না। আমরা স্থানীয় হয়েও আমাদেরকে অহেতুক হয়রানি করে । ২০১৭ সালে রোহিঙ্গা এবং ইয়াবা অনুপ্রবেশের অজুহাতে আমরা নাফ নদীতে যেতে পারি না, পাহাড়েও যেতে পারছি না অপহরণ ও গুমের ভয়ে। সে জন্য কোনমতে সংসার চালাতে এই পেশায় এসেছি। এখানেও যদি আমরা প্রতিনিয়ত হয়রানি ও শারীরিক নির্যাতন হয় তাহলে আমাদের কি করার আছে। হইতে তারা জানেন না আমরা যারা ভাড়া গাড়ি চালাই তারা যদি একদিন একরাত ভাড়া মারতে না পারলে তাহলে আমাদের মালিক কে বাড়ি থেকে এনে দৈনিক ভাড়া পরিশোধ করতে হয়। অথচ আমাদের নুন আনতে পান্তা ফুরিয়ে যাচ্ছে।

তাই আমরা আপনাদের মাধ্যমে ঊর্ধ্বতন সকল আইনশৃঙ্খলা বাহিনী সহ কর্মকর্তাদের বিনীত অনুরোধ জানাচ্ছি, আমাদেরকে এসব হয়রানি ও শারীরিক নির্যাতন এবং অন্যায় কাজ থেকে যেন মুক্তি দেন ১৬ এপিবিএন পুলিশ। যদি তা না হয় ভবিষ্যতে আমরা টমটম শ্রমিক এর চেয়ে কঠুর কর্মসূচি দিতে বাধ্য হব।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন , দক্ষিণ হ্নীলা টমটম ও মিনিটমটম শ্রমিক সমবায় সমিতির সভাপতি আবুল হোসাইন, সহ-সভাপতি রবিউল আলম, সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম, অর্থ সম্পাদক ওসমান সরওয়ার, সদস্য মোহাম্মদ ইদ্রিস, মোহাম্মদ রিদওয়ান ও মুহাম্মদ ইউনূসসহ উক্ত শ্রমিক সংগঠনের শতাধিক শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন। ####