কক্সবাজার প্রতিনিধি।
কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুর পুরান পাড়া এলাকায় রাতের আধারে সাবেক মেম্বার মৃত নুরুল হকের ছেলে অছিউর রহমানের বসতবাড়ীতে হামলা করে বাড়ীর ইটের দেওয়াল ভাংচুর করেছে বলে গুরুতর অভিযোগ পাওয়া গেছে।
জানা গেছে,বৃহস্পতিবার(০৭ ডিসেম্বর)রাত আনুমানিক ১ টার দিকে হায়দর বাহিনীর হায়দর আলী,হাবিবুর রহমান প্রকাশ কালাবদা পিতা মৃত নুরুল হক, নুর উল্লাহ প্রকাশ লালু, নুরুল আমিন প্রকাশ বাট্টু পিতা হাবিবুর রহমানসহ অজ্ঞাত রোহিঙ্গা সন্ত্রাসীদের নিয়ে বেআইনিভাবে বাড়ীর দেওয়াল ভাংচুর করে।
সাবেক মেম্বার অছিউর রহমানের একক নামীয় বিএস ২০১৮ নং খতিয়ানের ১৮৩১,১৮৩২ দাগের জমির পরিমান ৬০ শতক।ভূমিদস্যু সন্ত্রাসী হায়দর বাহিনী শামলাপুরের দিনদিন জমির দাম বৃদ্ধি পাওয়ার কারণে লোভ সামলাতে না পেরে এমন জঘন্য অপরাধ মুলক কাজ করেছে বলে অভিযোাগ উঠেছে।
সাবেক মেম্বার অছিউর রহমানের বসতবাড়ী হামলা করে সন্ত্রাসী হায়দর গংরা তিনটা লম্বা ইটের দেওয়াল ভাংচুর করেছে।সন্ত্রাসী হামলায় আনুমানিক তিন লক্ষ টাকা ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন অছিউর রহমানের ছেলে মোঃ ইউসুফ।
অনুসন্ধানে জানা গেছে,সাবেক মেম্বার অছিউর রহমানের প্রজা হিসাবে নুরুল আমিন বাট্টু বসবাস করেছে কয়েক বছর ধরে।রাতের আধারে সাবেক মেম্বারের বসতবাড়ির হামলা এবং ভাংচুর করে হায়দর গংরা ক্লান্ত হয়নি।হাবিবুর রহমান প্রকাশ কালা বদার ছেলে নুরুল আমিন প্রকাশ বাট্টুর বাড়ীর একটি বারান্দা টেনে নামিয়ে মিথ্যা মামলা করবে বলে হায়দার গংরা বিভিন্ন হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেছেন সাবেক মেম্বার অছিউর রহমান।হামলা এবং ভাংচুরের বিষয়ে মামলা প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন তিনি।
শামলাপুর পুলিশ ফাড়ি ইনচার্জ নুর মোহাম্মদ জানান,বিষয়টি নিয়ে কোর্টে মামলা করেছে।এতোটুকু জানি বলে জানিয়েছেন ইনচার্জ।