শহরের কালুর দোকান-দক্ষিণ টেকপাড়া হাউজিং সোসাইটি সড়কের কাজের উদ্বোধন করেন কউক চেয়ারম্যান

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৪ years ago

সংবাদ বিজ্ঞপ্তি : কক্সবাজার শহরের কালুর দোকান-পাহাড়তলী একটি ব্যস্ততম সড়ক। উক্ত সড়কের দীর্ঘদিনের জনদুর্ভোগ লাঘবে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লে. কর্নেল (অবঃ) ফোরকান আহমদের একান্ত প্রচেষ্টায় ও দক্ষিণ টেকপাড়া হাউজিং সোসাইটির সাথে যৌথ সমন্বয়ে ০৫ জুলাই ২০২১ তারিখ সড়কটি সংস্কার, প্রশস্থকরণ, সৌন্দর্যবর্ধন ও আধুনিক নাগরিক সুযোগ-সুবিধা বৃদ্ধিমুলক কাজের শুভ উদ্বোধন করেন কউক চেয়ারম্যান। এসময় তিনি ভার্চুয়ালি ঢাকা থেকে যুক্ত হয়ে উন্নয়ন কাজের শুভ উদ্বোধন করেন। তিনি বলেন, কক্সবাজারকে একটি আধুনিক ও পরিকল্পিত পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ বদ্ধপরিকর। শুভ উদ্বোধনে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে ছোট পরিসরে দক্ষিণ টেকপাড়া হাউজিং সোসাইটির আহবায়ক ও সদস্যগণ উপস্থিত ছিলেন। দক্ষিণ টেকপাড়া হাউজিং সোসাইটির আহবায়কসহ সদস্যগণ কাজের গুণগত মান দেখে সন্তুষ্টি ও কউক চেয়ারম্যানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দ্রুত সময়ের মধ্যে কাজ শেষ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।