Thursday, January 20, 2022
Homeজাতীয়শপথ নিলেন নাসিক মেয়র আইভী

শপথ নিলেন নাসিক মেয়র আইভী

নারায়াণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) নবনির্বাচিত মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী শপথ নিয়েছেন।

বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তাকে শপথ বাক্য পাঠ করান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

একই অনুষ্ঠানে নারায়াণগঞ্জ সিটি কর্পোরেশনের নতুন কাউন্সিলরদের শপথ পড়ান স্থানীয় সরকারমন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশারফ হোসেন।

পরে নতুন মেয়র ও কাউন্সিলরদের নিয়ে ফটোসেশনে অংশ নেন প্রধানমন্ত্রী।

গত ২২ ডিসেম্বর প্রথমবারের মত দলীয় প্রতীকে নাসিকে ভোট হয়। এতে বিএনপির প্রার্থী সাখাওয়াত হোসেন খানকে পৌনে এক লাখ ভোটে পরাজিত করেন আইভী।

তার সঙ্গে ২৭ জন সাধারণ কাউন্সিলর এবং নয়জন সংরক্ষিত নারী কাউন্সিলর নির্বাচিত হন।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments