জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ পড়িয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয় শাপলায় ৫৯ জন চেয়ারম্যানকে শপথ বাক্য পাঠ করান তিনি।
এসময় জেলার সার্বিক উন্নয়নে জেলা পরিষদ চেয়ারম্যানদের দায়িত্ব নিয়ে সততার সঙ্গে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী।
এ নির্বাচনে চেয়ারম্যান পদে ক্ষমতাসীন দল মনোনীত ২১ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় আগেই নির্বাচিত হয়েছেন। ভোটের দিন আওয়ামী লীগ ও তাদের বিদ্রোহীরা জেতেন ৩৮ জেলায়। দু’টি জেলায় চেয়ারম্যান ভোট আদালতের আদেশে স্থগিত হয়।
তিন পার্বত্য জেলা বাদে ৬১ জেলায় ২৮ ডিসেম্বর জেলা পরিষদে প্রথম ভোট হয়েছিল।
নির্দলীয় নির্বাচন হলেও আওয়ামী লীগ ও সমমনা দলের প্রার্থীরা এতে অংশ নেন; বিএনপি ও জাতীয় পার্টি জেলা ভোটের কঠোর সমালোচনা করে অংশ নেয়নি।
প্রতি জেলায় একজন চেয়ারম্যান, ১৫ জন সাধারণ সদস্যা ও ৫ জন সংরক্ষিত সদস্য পদে নির্বাচিত হয়েছেন।
সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার আহবান প্রধানমন্ত্রীর
নবনির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যানদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার সকালে গণভবনে ৫৯ জেলা পরিষদ চেয়ারম্যানের শপথ অনুষ্ঠানে তিনি এ আহবান জানান।
তিনি বলেন, ক্ষমতার বিকেন্দ্রীকরণের মাধ্যমে দেশের মানুষকে ভালভাবে সেবা দেয়া যায়। এলক্ষ্যে স্থানীয় সরকারকে শক্তিশালী করার উদ্যোগ নিই। আগে জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দেয়া হয়েছিলো। এবার সরাসরি নির্বাচন দেয়া হলো।
তিনি আরো বলেন, শপথ নিয়ে আপনাদের কাজ হবে জনগণের সেবা নিশ্চিত করা। দেশ ও জাতির সেবায় নিয়োজিত হয়ে আপনাদের কাজ করতে হবে।
প্রধানমন্ত্রী বলেন, আমাদের অনেক বাঁধা আছে, তা পেরিয়ে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে।
