লেদা শরণার্থী ক্যাম্পে আইস মেথসহ দুই রোহিঙ্গা আটক

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৪ years ago

সাদ্দাম হোসাইন : নয়াপাড়া ক্যাম্পে দায়িত্বরত এপিবিএন সদস্যরা অভিযান চালিয়ে আইস মেথসহ দুই রোহিঙ্গা মাদক কারবারীকে আটক করেছে।

সুত্র জানায়, ১৬জুলাই (শুক্রবার) বিকাল সোয়া ৪টারদিকে নয়াপাড়া ক্যাম্পে দায়িত্বরত ১৬ এপিবিএন ক্যাম্পের অফিসার ও ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে লেদা ২৪নং রোহিঙ্গা ক্যাম্প এলাকায় অভিযান চালিয়ে ব্লক-এ-২ এর বাসিন্দা কবির হোসেনের পুত্র মোহাম্মদ উল্যাহ (২৫) এবং ব্লক-এ-১১ এর বাসিন্দা সফিক আহমদের পুত্র জকরিয়া (২৫) কে মাদক ক্রয়-বিক্রয়কালীন ৩০গ্রাম আইস মেথ মাদকসহ গ্রেফতার করে।

এই ব্যাপারে কক্সবাজার ১৬ এপিবিএন অধিনায়ক এসপি মোঃ তারিকুল ইসলাম তারিক জানান, সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর জব্দকৃত আইস মেথসহ আটক আসামীদ্বয়কে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। ###