সাদ্দাম হোসাইন : লেদা রোহিঙ্গা ক্যাম্প এলাকায় আগুন আতংক নিয়ে সাধারণ রোহিঙ্গাদের মধ্যে চরম উদ্বেগ-উৎকন্ঠা সৃষ্টি হয়েছে। পাশর্^বর্তী এলাকায় রহস্যজনক আগুনে এনজিও সংস্থার ১টি ট্রেনিং সেন্টার এবং বসত-বাড়ি পুড়ে ছাঁই হয়ে গেছে।
২৬মার্চ ভোররাতের দিকে হ্নীলা ইউনিয়নের লেদা বিওপি সংলগ্ন পূর্ব পাড়ায় অবস্থিত লেদা রিলিফ ইন্টার ন্যাশনাল পরিচালিত ট্রেনিং সেন্টারে আগুন দিয়ে পালিয়ে যাওয়ার সময় প্রত্যক্ষদর্শীরা দেখতে পায়। তখন হৈ চৈ করে লোকজন জড়ো হয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয় এবং আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। এদিকে ফায়ার ব্রিগেড আসার আগে ঐ ট্রেনিং সেন্টারসহ পাশর্^বর্তী একটি বসত-বাড়ি পুড়ে ছাঁই হয়ে যায়।
এরপর রাত ২টারদিকে ৫/৬জন যুবক লেদা ২৪নং রোহিঙ্গা ক্যাম্পে আগুন দেওয়ার পরিকল্পনার খবর পেয়ে মসজিদ মাদ্রাসার মাইকে ঘোষণা দিয়ে সবাইকে সর্তক করায় বড় ধরনের অগ্নিকান্ড থেকে আপাতত রেহায় পেয়েছে। লেদা ক্যাম্পের নেতৃত্ব স্থানীয় ব্যক্তিরা এই ধরনের ঘটনায় চরম ক্ষোভ প্রকাশ করে জানান, ক্যাম্প ভিত্তিক যেকোন ধরনের নাশকতার ব্যাপারে সবাইকে আরো সর্তক থাকার পরামর্শ দিয়েছেন। ###