Monday, January 17, 2022
Homeটেকনাফলেদায় খালে ডুবে মারা যাওয়া দুই শিশুর দাফন সম্পন্ন

লেদায় খালে ডুবে মারা যাওয়া দুই শিশুর দাফন সম্পন্ন

টেকনাফ প্রতিনিধি |
টেকনাফের লেদায় খালের পানিতে ডুবে মারা যাওয়া দুই শিশুর দাফন সম্পন্ন হয়েছে। সোমবার রাতে ফারহানার (২) প্রবাসী পিতা দুবাই থেকে বাড়িতে পৌঁছার পর রাত সাড়ে ৯টার দিকে তাদের নামাজে জানাযা শেষে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়েছে।
রবিবার সন্ধায় নিজ বসতবাড়ীর উঠোনে খেলার ফাঁকে সবার অগোচরে দুই শিশু সংলগ্ন খালে পড়ে মারা যায়।
খবর পেয়ে তাদের মধ্যে এক শিশু ফারহানার পিতা দুবাই থেকে মেয়েকে শেষ বারের মতো দেখতে ছুটে আসেন। সোমবার রাতে তিনি বাড়িতে পৌঁছার পর শিশুদের দাফন করা হয়।

মারা যাওয়া দুই শিশু হচ্ছে হ্নীলা ইউনিয়নের পূর্ব লেদা গ্রামের জেলে জিয়াউর রহমানের ছেলে নাহিদ(৩) ও প্রবাসী বশির আহমদের মেয়ে ফারহানা(২)। এই দুই শিশু আপন চাচাতো ভাই বোন।

গ্রামবাসীরা জানান, শুষ্ক মৌসুম হলেও লেদা রোহিঙ্গা ক্যাম্পের দায়িত্ব প্রাপ্ত সংস্থা আইএমও ক্যাম্পে পানি সরবরাহের জন্য খালে বাঁধ দেওয়ার কারনে খালটি পানিতে পূর্ন ছিল। আর তাতেই ডুবে মারা যায় দুই শিশু।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments