নুরুল করিম রাসেল, টেকনাফ টুডে :
কক্সবাজারের লিংক রোড বাজার এলাকা হতে ১৫,৯০০ ইয়াবা সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড এ্যাকশান ব্যাটালিয়ান (র্যাব)।
১১ সেপ্টেম্বর দিবাগত রাত সাড়ে দশটার দিকে তাদেরকে আটক করা হয় ।
ধৃতরা হলেন – কক্সবাজার পৌরসভার টেকপাড়া বার্মিজ মার্কেট এলাকার মৃত কবির আহমদের ছেলে সুলতানুল ইসলাম ওরফে সুলতান (৩৯) ও বান্দরবানের নাইক্ষ্যংছড়ি চাকঢালা এলাকার মোঃ ছব্বির আহমদের ছেলে মোঃ জয়নাল প্রকাশ জানে আলম (২০)।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৫ এর উপপরিচালক মেজর মোহাম্মদ রবিউল ইসলাম জানান- তাদের কাছে সংবাদ ছিল, টেকনাফ থেকে একটি খালি লেগুনাযোগে কিছু মাদক ব্যবসায়ী ইয়াবার একটি চালানসহ কক্সবাজার শহরে প্রবেশ করছে।
উক্ত সংবাদে র্যাবের অভিযানিক দল অভিযান চালিয়ে দুইজনকে আটক করে। এ সময় কমলা রংয়ের একটি শপিংব্যাগ তল্লাশি করে ১৫,৯০০ ইয়াবা উদ্ধার করা হয়।
উক্ত কর্মকর্তা আরো জানান, আটক দুই ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। র্যাবের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।