লামায় মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত : লিগ্যাল এইড সম্পর্কে জ্ঞাত করলেন ম্যাজিষ্ট্রেট

: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

টেকনাফ টুডে ডেস্ক : মাসিক আইন শৃঙ্খলা সভায় লিগ্যাল এইড সম্পর্কে সরকারি সহায়তার কথা জানালেন লামা সিনিয়র জুড়িসিয়াল ম্যাজিষ্ট্যাট। বৃহস্পতিবার অনুষ্ঠিত মাসিক আইন-শৃঙ্খলা সভায় বিজ্ঞ ম্যাজিষ্ট্র্যাট জনপ্রতিনিধিসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাদের প্রতি আহবান রাখেন।
সভায় বিজ্ঞ ম্যাজিষ্ট্রেট প্রত্যেকের হাতে লিগ্যাল এইড সংক্রান্ত একটি লিফলেট তুলে দেন। তিনি বলেন, জেলা লিগ্যাল এইড অফিস এবং সুপ্রীম কোট্র্ লিগ্যাল এইড অফিসের মাধ্যমে মোহরানা-খোরপোষ, নাবালকের অভিভাবকত্ব, বিবাহ-বিচ্ছেদ, পারিবারিক কলহ, নারী ও শিশু নির্যাতন, নারী ও শিশুর প্রতি সহিংসতা, অপহরণ, ধর্ষন, ভূমি বিরোধ, দলিল জালিয়াতি, ভূল রেকর্ড সংশোধন ইত্যাদি বিষয়ে আইনি সহায়তা দেয়া হয়।
মাসিক সভায় ভোটার তথ্য যাচাই বাছাই সংক্রান্ত বিষয়ে রোহিঙ্গা নাগরিকদের নিয়ে সামাজিক মাধ্যমে মনগড়া লেখা লেখির প্রতিবাদ জানান জনপ্রতিনিধিরা। প্রসঙ্গ টেনে জনপ্রতিনিধিরা বলেন, সাংবাদিকতা একটি দায়িত্বশীল পেশা। সুতরাং সংবাদ প্রেরণ ও প্রচারে সচেতন হতে হবে। তারা বলেন, একটি মহল ফেক আইডি ব্যাবহার করে সরকার- প্রশাসনের ভাবমূর্তি প্রশ্নবিদ্ধ করার ষড়যন্ত্র করছে। এ ব্যাপারে আইন শৃঙ্খলা বাহিনীর মনযোগ আকর্ষণ করেন বক্তারা।
শেষে আসন্ন দূর্গা পূজা উৎসব শান্তি ও আনন্দঘন পরিবেশে পালনের লক্ষ্যে করণীয় শীর্ষক আলোচনা হয়। এসময় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দগন ঐতিহ্যগত শান্তি বজায় রেখে পূজা উদযাপনে সব মহলের সহযোগিতা প্রত্যাশা করেন।