লামায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

টেকনাফ টুডে ডেস্ক : সারা দেশের ন্যয় লামা উপজেলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব-১৭) ও প্রথম বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা (অনূর্ধ্ব-১৭) বুধবার টিডিএন্ডডিসি মাঠে উদ্বোধন হয়ে বৃহস্পতিবার ফাইনাল।
অনূর্ধ্ব-১৭ বালক বালিকা পৃথক তিনটি টিমের মাঝে টুর্নামেন্ট শুরু হয়েছে। বুধবার বিকালে লামা উপজেলা নির্বাহী অফিসার নুর এ জান্নাত রুমি প্রধান অতিথি হিসেবে এই টুর্ণামেন্ট প্রতিযোগিতা উদ্বোধন করেছেন। বিশেষ অতিথি ছিলেন, লামা পৌরসভার মেয়র- আওয়ামীলীগ সেক্রেটারী মো: জহিরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি গজালিয়া ইউপি চেয়ারম্যান বাথোয়াইচিং মার্মা, সহকারী কমিশনার (ভুমি) ইশরাত ছিদ্দিকা, উপজেলা প্রকৌশুলীসহ অন্যান্যরা।
উব্দোধনী অনুষ্ঠানে আলোচনায় অতিথিরা বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু ছিলেন একজন ক্রীড়ামোদী ব্যক্তি ও খেলোয়াড়। ওয়ান্ডারার্স ক্লাবের ফুটবল খেলোয়াড় ছিলেন তিনি। তার বড় ছেলে শেখ কামাল আধুনিক ক্রীড়ার উদ্ভাবক। বক্তারা বলেন ’আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও পিতার মত ক্রীড়ামোদী’। খেলাধুলার ব্যাপারে তিনি যথেষ্ট আগ্রহী, তাই ক্রীড়া ক্ষেত্রে বাংলাদেশ অনেক এগিয়ে গেছে।
প্রথম দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনূর্ধ্ব-১৭) উদ্বোধনী খেলায় অংশ নেয় উপজেলার ৩টি দল। খেলায় মিরিঞ্জা একাদশকে হারিয়ে মাতামুহুরী একাদশ সেমি ফাইনালে উঠে। বৃহস্পতিবার মাতামুহুরী একাদশ সুখিয়া একাদশকে ২-০ গোলে হারিয়ে উপজেলায় চ্যাম্পিন হয়।
বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব বালিকা (অনূর্ধ্ব-১৭) খেলায়ও তিনটি দল অংশ নিয়ে চুড়ান্ত খেলায় পৌরসভা একাদশ ১-০ গোলে উপজেলা প্রশাসন একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। খেলায় সেরা গোল রক্ষক হন শহীদুল ইসলাম। ম্যান অবদা টুর্ণামেন্ট হন উখিংমং মার্মা, ম্যান অবদা মেস হন প্রতাপ ত্রিপুরা; এরা সবাই মাতামুহুরী একাদশের খেলোয়াড় ।
চুড়ান্ত খেলায় বৃহস্পতিবার বিকালে টিডিএন্ডডিসি মাঠে খেলোয়াড়দের মাঝে পুরুস্কার বিতরণ করেন অতিথিরা।