সংবাদদাতা::লামার ক্রাইমজোন আজিজনগরে এবার ত্রিপুরা নারী ধর্ষিত। রবিার (৩০ আগষ্ট) রাতে আজিজনগর ৯ নং ওয়ার্ড গরুরলোডাপাড়ায় ক্লিপ্ট গ্রæপের পাহাড়িকা প্লান্টেশনের একটি খামার ঘরে এ ধর্ষনের ঘটনা ঘটে।
জানাযায়,ধর্ষিতা (২৫)কে ভার্চুয়াল প্রেমের ফাঁদে পেলে বিয়ের আশ্বাস দিয়ে এনে ধর্ষন করা হয়। ধর্ষিতা নারীর বাড়ি সুয়ালক ইউনিয়নের হাতিভাঙ্গা গ্রামে। এই ঘটনায় লামা থানায় নারী ও শিশু নির্যাতন আইনের ৯ এর ৩ ধারায় মামলা হয়েছে। মামলা নং-১৩, তারিখ ৩১ আগষ্ট।
স্থানীয়ভাবে জানাগেছে, ধর্ষক সরই ইউপির ৫ নং ওয়ার্ড পুইট্টাঝিরির বাসিন্দা ইসহাক এর ছেলে নুরুলহুদা। ধর্ষিতা জানায় নুরুল হৃদার সাথে তার ভার্চুয়াল প্রেম হয়। তাদের দু’জনের পরস্পর এর আগে কখনো দেখা হয়নি। মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগ করে এই নারীকে বিয়ের আশ্বাস দেয় ধর্ষক নুরুল হুদা। কথানুযায়ী ৩০ আগষ্ট রাতে নুরুল হুদার দেয়া ঠিকানায় পৌঁছলে ওই সময় নুরুল হুদাসহ ৬ সহযোগি মিলে গণধর্ষন করে পালিয়ে যায় তারা। বিষয়টি রাতের বেলাই জানাজানি হলে, পুলিশ মামলা নেয় এবং আসামী ধরতে তৎপর হন।