যুক্তরাজ্যের পার্লামেন্ট ভবনের বাইরে সন্ত্রাসী হামলায় চারজন নিহতের ঘটনায় দায় স্বীকার করেছে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)।
বৃহস্পতিবার আইএস পরিচালিত সংবাদ সংস্থা ‘আমাক’র বরাতে এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
আমাকে প্রচারিত এক বিবৃতিতে বলা হয়, বুধবার লন্ডনে ব্রিটিশ পার্লামেন্টের সামনে হামলাকারী আইএসের যোদ্ধা।
আইএসবিরোধী জোটের নাগরিকদের লক্ষ্য করে হামলা চালাতে সংগঠনটির পক্ষ থেকে আহ্বান জানানোর পরিপ্রেক্ষিতে তিনি এ হামলা চালান বলে বিবৃতিতে বলা হয়।
সাম্প্রতিক বছরগুলোতে ইরাক ও সিরিয়ার একাংশ নিয়ন্ত্রণ করে আসছিল আইএস। তবে এ বছর যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট সমর্থিত স্থানীয় বাহিনীগুলোর কাছে অনেক জায়গার নিয়ন্ত্রণ হারায় জঙ্গিগোষ্ঠীটি।
