টেকনাফ টুডে ডেস্ক : ওয়ানডের পর টি-২০ সিরিজে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করেছে নিউজিল্যান্ড। শেষ করেছে পারফেক্ট এক গ্রীষ্ম। করোনাকালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট, টি-২০ সিরিজ জয় দিয়ে শুরু করেছিলো কিউইরা।
এরপর তাসমান সাগরের দেশে পাত্তা পায়নি পাকিস্তানও। দুই ফরম্যাটেই কেন উইলিয়ামসনদের কাছে সিরিজ হারে মিসবাহ উল হকের শিষ্যরা। সুবিধা করতে পারেনি অস্ট্রেলিয়াও। পাঁচ ম্যাচের টি-২০ সিরিজে অজিরা হারে ৩-২ ব্যবধানে। বাংলাদেশকে বিধ্বস্ত করে তাই সিরিজ বিবেচনায় অপরাজিত থেকে গ্রীষ্ম শেষ করলো ব্ল্যাক ক্যাপসরা।
ঠিক উল্টো রথে সময় কাটলো বাংলাদেশের। উইন্ডিজকে ঘরের মাঠে ওয়ানডে সিরিজে হারালেও টেস্টে ধবলধোলাই হয় টাইগাররা। সেখান থেকে ঘুরে দাঁড়ানোর এবং নিউজিল্যান্ডের মাটিতে তাদের বিপক্ষে অন্তত একটা জয়ের চ্যালেঞ্জ নিয়ে দেশ ছেড়েছিলো বাংলাদেশ। কিন্তু বৃহস্পতিবার তিন ম্যাচের শেষ টি-২০ ম্যাচে অকল্যান্ডে লিটনরা হেরেছেন ৬৬ রানের বিশাল ব্যবধানে। কার্টেল ওভারে প্রথমে ব্যাট করে কিউইরা তোলে ১৪১ রান। জবাব দিতে নেমে ১০ ওভারের ম্যাচেও অলআউট হয় সফরকারী বাংলাদেশ। তুলতে পারে ৯.৩ ওভারে ৭৬ রান।
বিস্তারিত আসছে