শামীম ইকবাল চৌধুরী : নাইক্ষ্যংছড়িতে ‘লকডাউন’ উপেক্ষা ও মূল্য তালিকা না থাকায় ৪ দোকানিসহ ১ করাতকলকে প্রায় ১৬ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রবিবার (২৬ এপ্রিল) দুপুরে উপজেলার বিভিন্ন এলাকায় বাজার গুলোতে অভিযান চালিয়ে ১৬ হাজার টাকা আদায় করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন কচি।
দণ্ডপ্রাপ্তিরা হলেন – চাউল ও মুদির দোকানের আব্দু সাওদাগর, মুদির দোকানের মালিক খাইরুল আমিন প্রকাশ মুনিয়া, আরেক মুদির দোকানের মালিক আবু বক্কার প্রকাশ পেঠান সাওদাগর, হার্ডওয়ার
অাব্দুল গফর সও, হার্ডওয়ার দোকানের মালিক আব্দুল গফুর ও করাতকলের মালিক মকছুদুর রহমান প্রকাশ মছু সাওদাগর।
সাদিয়া আফরিন কচি বলেন, সরকারী আদেশ অমান্য করায় তাদের এই জরিমানা করা হয়। আইন অমান্যকারিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এ অভিযান অব্যাহত থাকবে।