টেকনাফে র‌্যাবের হাতে অটোরিক্সা ভর্তি বিয়ারসহ দুই পাচারকারী আটক

: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৪ years ago

ফরিদুল আলম : টেকনাফে র‌্যাব সদস্যরা অভিয়ান চালিয়ে অটোরিক্সা ভর্তি বিয়ারসহ দুই পাচারকারীকে আটক করেছে।
সুত্র জানায়, গত ৯জানুয়ারী (শনিবার) রাত সাড়ে ৯টারদিকে কক্সবাজার র‌্যাব-১৫ এর সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের সামনে উত্তর বরইতলী বায়তুর রহমান জামে মসজিদের সামনে বিশেষ চেকপোস্ট স্থাপন করে যানবাহন তল্লাশী চালায়। কিছুক্ষণ পর ব্যাটারী চালিত একটি অটোরিক্সা চেকপোস্টে এসে থামে এবং তল্লাশীকালে পালিয়ে যাওয়ার সময় চেষ্টা করলে ধাওয়া করে হ্নীলা পশ্চিম দরগাহ পাড়ার মৃত মোহাম্মদ আলীর পুত্র মোহাম্মদ নুর (২২) এবং মৃত লাল মিয়ার পুত্র মোহাম্মদ শাকের (৩৮) কে আটক করে। এরপর অটোরিক্সা তল্লাশী করে ১২টি ডায়াবøু অর্থাৎ ১২% ও ১১১টি আন্দামান বিয়ারসহ অটোরিক্সাটি জব্দ করা হয়।
এই ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর জব্দকৃত বিয়ার ও অটোরিক্সাসহ ধৃতদের টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে বলে র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী নিশ্চিত করেন। ###