রোহিঙ্গা সন্ত্রাসীদের হাতে অপহৃত ৪জন উদ্ধার ; গ্রেফতার-১

লেখক: হুমায়ুন রশিদ
প্রকাশ: ৩ years ago

আজিজ উল্লাহ : টেকনাফের বাহারছড়া নোয়াখালী পাড়া রোহিঙ্গা পাহাড়ি সন্ত্রাসীদের হাতে অপহৃত ৪জন স্থানীয় ভিক্টিমকে পাহাড় থেকে উদ্ধার করা হয়েছে। অপহরণ চক্রের সক্রিয় সদস্য ফরিদ আহমদ নামে একজন স্থানীয়কে গ্রেফতার করা হয়।
জানা যায়, সোমবার( ১লা আগস্ট) দুপুর থেকে রাত অবধি র‌্যাব-১৫ ও বাহারছড়া তদন্ত কেন্দ্রের যৌথ অভিযানে বাহারছড়া নোয়াখালী কোনার পাড়া এলাকার অপহৃত স্থানীয় মো. ইলিয়াসের পুত্র শিশু আমিনুর রহমান(১৪) মো. ইসমাইলের পুত্র মো. নুর(১৩), মৃত শামসু মিয়ার ছেলে মো. ইলিয়াস(৩৮) ও মৃত নুরুল হকের ছেলে সৈয়দ আহম্মদ(৬৫)কে উদ্ধার করা হয়।
র‌্যাব-১৫ এর উপ- অধিনায়ক মেজর আরফিন সিদ্দিকী বলেন,” গ্রেফতারকৃত আসামির সঙ্গে কথা বলে পুরো চক্রের সদস্যদের ধরার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হয়েছে এবং অন্যান্য আসামির ব্যাপারে তথ্য সংগ্রহ করা হয়েছে। যেস্থান থেকে অপহরণ হয়েছে সেখানে গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়”।