বিশেষ প্রতিনিধি।
কক্সবাজারের টেকনাফ রোহিঙ্গা শিবিরে অভিযান চালিয়ে দূর্ধর্ষ সন্ত্রাসী সালমান শাহ গ্রুপের এক সদস্যকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (১৬-এপিবিএন)।
রোববার (১৩ জুন) দুপুরে উপজেলার নয়াপাড়া সিআইসি অফিস সংলগ্ন WFP এর ফুড ষ্টোর এলাকা হতে তাকে আটক করা হয়।
আটক কিশোর ব্লকঃ সি, এমআরসি নং-২৫৬২০-বি, শেড নং-৮৮১, রুম নং-৩ এর বাসিন্দা রোহিঙ্গা আবু তাহেরের ছেলে মোঃ রফিক বলে নিশ্চিত করেছেন ১৬ এপিবিএন এর অধিনায়ক পুলিস সুপার তারিকুল ইসলাম।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এপিবিএন সদস্যরা তাকে আটক করে। সে দূর্ধর্ষ সন্ত্রাসী সালমান শাহ গ্রুপের সক্রিয় সদস্য। ধৃত কিশোরকে আইনী প্রক্রিয়া শেষে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।