রোহিঙ্গাদের ত্রাণ বিতরণকালে মির্জা ফখরুল:সরকার রোহিঙ্গা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৮ years ago

কায়সার হামিদ,উখিয়া:রোহিঙ্গা ইস্যুতে সরকারের আন্তরিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন রোহিঙ্গা ইস্যুতে সরকারের জাতীয় ঐক্যের ডাক দেয়া উচিত। এতে সম্মিলিতভাবে রোহিঙ্গাদের জন্য কাজ করা সম্ভব হবে। সেটি না করে সরকার রোহিঙ্গা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল। বুধবার সকালে উখিয়ার বালুখালী ও পালংখালীর গয়ালমারাতে ত্রাণ বিতরণের সময় তিনি এ কথা বলেন। এ সময় বিভিন্ন ক্যাম্পে ২হাজার রোহিঙ্গাদের মধ্যে ত্রাণ ও নগদ অর্থ বিতরণ করেন তিনি। বিএনপি মহাসচিব বলেন,রোহিঙ্গা ইস্যুতে আমরা দেশের মধ্যে কোন রাজনীতি করতে চাই না। ক্ষমতাসীন দলের নেতারা লোক দেখানো ত্রাণের কাজ করছেন, তারা সরকারি ত্রাণ ব্যবহার করছেন।
এসময় তার সঙ্গে ছিলেন,বিএনপির কেন্দ্রীয় নেতা নজরুল ইসলাম খান, মুজিবুর রহমান সরওয়ার, শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য সাবেক এমপি লুৎফুর রহমান কাজল,কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী, সাধারণ সম্পাদক এড. শামীম আরা স্বপ্না, উখিয়া উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সরওয়ার জাহান চৌধুরী,সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান সোলতান মাহমুদ চৌধুরী। এর আগে মঙ্গলবার বিমানযোগে ঢাকা থেকে কক্সবাজারে পৌঁছান বিএনপি মহাসচিব।