রূপান্তর অনলাইনে প্রকাশিত পাওনা টাকা সংক্রান্ত সংবাদের ব্যাখ্যা ও প্রতিবাদ

: হুমায়ুন রশিদ
প্রকাশ: ২ years ago

বার্তা পরিবেশক : গত ১৪আগষ্ঠ হ্নীলায় ভিসা সংক্রান্ত পাওনা টাকা নিয়ে “রূপান্তর নিউজ ডট টিভি” অনলাইন নিউজ পোর্টালে প্রকাশিত ভিডিও ফুটেজের সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে। ভূলু ও তার স্ত্রীকে মারধর এবং টাকা লুটপাট করেছি মর্মে ভিত্তিহীন তথ্য প্রদান করেছেন। যা আমাকে ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিকভাবে হেয়পন্ন করার জন্য স্থানীয় রাজনৈতিক গ্যাড়াঁকলে ফেলে প্রকৃত ঘটনাকে আড়াল করে উদোরপিন্ডি বুদোর ঘাড়ে চাপানোর চেষ্টা করা হয়েছে।

আপনাদের সদয় অবগতির জন্য ঐদিনের প্রকৃত ঘটনা ব্যাখ্যা করা হল,ঐদিন এলাকার লোকজন একটি পাগলা কুকুরকে ধাওয়া করলে পালিয়ে ভূলুর বসত-ভিটায় প্রবেশ করে। এলাকার কয়েকজন ছেলে দলবদ্ধ হয়ে কুকুরকে ধাওয়া করে ভূলুর বাড়ির দিকে রওয়ানা হয়। ভূলু একটি লম্বা দা নিয়ে বাড়িতে থেকে বের হয়। কুকুরকে ধাওয়া করতে যাওয়া লোকজনের সাথে ভূলুর কথা কাটাকাটির এক পর্যায়ে মারামারি শুরু হয়। আমি ঘরে খবর পেয়ে অসুস্থ অবস্থায় বের হয়ে তাদের ঝগড়া থামিয়ে দিই। আমি কোন ধরনের ভিসার ব্যবসা করিনা। মুলত গত সপ্তাহ খানেক আগে তার ছেলের ভিসা সংক্রান্ত বিষয় নিয়ে কাদের সাথে ঝগড়া হয়েছে তা তারাই ভাল জানেন।

পাওনা টাকার বিষয়ে বলতে চাই যে,গত কোরবানের সময় ভূলুর কাছ থেকে ৪০হাজার টাকায় একটি গাভী গরু কিনি। গরুটি আমার গর্ভবতী সন্দেহ হয়ে না নিতে চাইলে সে শপথ করে বলে গরু গর্ভবতী হলে একটি টাকাও নেবনা। আর পেটে বাচ্চা থাকলে আমিও টাকা দেবনা বলছি। কিন্তু কোরবানের সময় গরুটি জবাই করলে তার পেটে বাচ্চা পাওয়া যায়। যা উপস্থিত সকলে অবগত রয়েছে। তাই আমি তাকে টাকা দেয়নি। এই বিষয়ে স্থানীয় চেয়ারম্যানকে সালিশ দিলে আমাকে ডাকা হয় কিন্তু ভোটার হালনাগাদ কার্য্যক্রমের বিভিন্ন সনদ প্রদানে ব্যস্থ থাকায় এখনো চুড়ান্ত ফায়সালা হয়নি।

বশির মেম্বার আমার বিরুদ্ধে যে স্বাক্ষাৎকার দিয়েছে তা হল বিগত ইউপি নির্বাচনে তার পক্ষে ভোট করলেও সাম্প্রতিক সময়ে হ্নীলা ইউনিয়ন আওয়ামী লীগের ১নং ওয়ার্ড কাউন্সিলে বশির মেম্বারের প্রকাশ্যে বিরোধিতা করে রেজাউল করিমের পক্ষে গণসংযোগ করি। সম্মেলনে বশির মেম্বার সভাপতি হতে না পেরে আমার উপর ক্ষুদ্ধ হয়ে উপকারের লাঠির গুতা হিসেবে এই ধরনের বক্তব্য দিয়েছেন। সংবাদের প্রতিবেদক আমার নিকট মারধর করেছি কিনা জানতে চেয়েছে কিন্তু টাকার বিষয়ে কোন বক্তব্য জানতে চাইনি।

সুতরাং আমাকে জড়িয়ে প্রতিপক্ষ কর্তৃক প্রকাশিত ষড়যন্ত্রমূলক সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আইন-শৃংখলা বাহিনীসহ সংশ্লিষ্ট কাউকে বিভ্রান্ত না হওয়ার আহবান জানাচ্ছি।

প্রতিবাদকারী :
নুর মোহাম্মদ
পিতা-মৃত নজির আহমদ
সাং-মরিচ্যাঘোনা, হ্নীলা, টেকনাফ। ###