হৃদয় মাঝেই থাকো
যত দূরে থাকো তুমি নিজেকে যত লুকিয়ে রাখো, অনুভূতি বলে দেয় এই হৃদয়েই তুমি থাকো।
রইবোনা সেখানে
সেখানে থাকতে চাইনে কস্মিনকালেও যেখানে নেই কোনও দাম নেই কোনও গুরুত্ব। সেটা কোনও ঘরই হোক কিম্বা কারও মন হোক।