সংবাদ বিজ্ঞপ্তি : বাংলাদেশ কোস্ট গার্ডের উপ-মহাপরিচালক কমডোর এম শাহজাহান, এনবিপি, এনডিসি, পিএসসি গত ০৮ এপ্রিল ২০২০ তারিখে রিয়ার এডমিরাল পদে পদোন্নতি প্রাপ্ত হন। রিয়ার এডমিরাল এম শাহজাহান, এনবিপি, এনডিসি, পিএসসি গত ২৪ জুলাই ১৯৮৪ ইং তারিখে বাংলাদেশ নৌবাহিনীতে যোগদান করেন এবং ২৪ জুলাই ১৯৮৭ ইং তারিখেকমিশন্ডপ্রাপ্ত হন। সুদীর্ঘ চাকুরী জীবনে তিনি বিভিন্ন সময়ে বাংলাদেশ নৌবাহিনীর বিভিন্ন গুরত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত ছিলেন। তিনি গত ১১ মার্চ ২০১৯ ইং তারিখে বাংলাদেশ কোস্ট গার্ডের উপ-মহাপরিচালক হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন এবং অত্যন্ত সফলতার সাথে তার দাযিত্ব পালন করে আসছিলেন। রিয়ার এডমিরাল এম শাহজাহান, এনবিপি, এনডিসি, পিএসসি পদোন্নতি প্রাপ্ত হয়ে চেয়ারম্যান মংলা বন্দর কর্তৃপক্ষ হিসেবে দায়িত্ব পালন করবেন।