সংবাদ বিজ্ঞপ্তি : প্রতিদিনের চ্যালেঞ্জ মোকাবেলায় নিজেকে আত্মবিশ্বাসী করা, নিয়মতান্ত্রিকভাবে নিজের জীবনকে পরিচালনা করা এবং পবিবারের সকলের ভূমিকা থাকবে উল্লেখযোগ্য।
মাদক থেকে সুস্থতা প্রাপ্তদের অনুপ্রাণিত করতে সেপ্টেম্বর মাসে রিকভারী মাস উদ্যাপন উপলক্ষে ঢাকা আহ্ছানিয়া মিশন নারী মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রের উদ্যোগে এই কেন্দ্র থেকে যে সমস্ত মাদকনির্ভরশীল নারীগণ চিকিৎসা নিয়ে সুস্থ আছেন সেই সকল নারী রিকভারীদের অংশগ্রহণে রবিবার, ২২ সেপ্টেম্বর “বিজয়ীদের গল্প” শিরোনামে রিকভারী শেয়ারিং প্রোগ্রামে রিকভারীরা একথা বলেন।
প্রোগ্রামে স্বাগত বক্তব্য প্রদান করেন ঢাকা আহ্ছানিয়া মিশনের স্বাস্থ্য সেক্টরের পরিচালক ইকবাল মাসুদ, আরো উপস্থিত ছিলেন মিশনের আইআরএসওপি প্রকল্পের সম্বনয়কারী মোঃ আমির হোসেন। রিকভারী মাস উদ্যাপনকে কেন্দ্র করে আয়োজিত এই প্রোগ্রামে ইনহাউজে চিকিৎসারত সকল রোগী এবং স্টাফগন অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে উপস্থিত রিকভারীগণ মাদকের বিরুদ্ধে কিভাবে তারা জয়ী হলেন তাদের চলার পথের বিভিন্ন প্রতিবন্ধকতা তাদের পরিবারের ভুমিকা এই সকল বিষয়ে শেয়ার করেন। আহ্ছানিয়া মিশন নারী মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রের প্রোগ্রাম অফিসার উম্মে জান্নাত এর সমাপনী বক্তব্যের মধ্যে দিয়ে প্রোগাম শেষ করা হয়।
উল্লেখ্য, ঢাকা আহ্ছানিয়া মিশন নারী মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্র ২০১৪ সাল থেকে নারীদের জন্য মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কার্যক্রম পরিচালনা করছে। এ পর্যন্ত এই কেন্দ্র থেকে ৩৩০ জন রোগী চিকিৎসা নিয়েছেন।