রাশিয়া বিশ্বকাপ নিশ্চিত করল স্পেন

: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

টেকনাফ টুডে ডেস্ক:এক ম্যাচ হাতে রেখেই সরাসরি রাশিয়া বিশ্বকাপে অংশগ্রহণ নিশ্চিত করেছে স্পেন। শুক্রবার ঘরের মাঠে তারা আলবেনিয়াকে ৩-০ গোলে হারায়। এদিকে ঘরের মাঠে মেসিডোনিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র করে গ্রুপ রানার্সআপ হিসেবে প্লে-অফ খেলে বিশ্বকাপে ওঠার সম্ভাবনা টিকিয়ে রেখেছে ইতালি।
ঘরের মাঠে তুলনামূলক দুর্বল দল আলবেনিয়ার উপর শুরু থেকেই চড়াও হয়ে খেলতে থাকে স্পেন। এরই ধারাবাহিকতায় ম্যাচের ১৬ মিনিটে ইসকোর বাড়ানো বল বুক দিয়ে নামিয়ে কোনাকুনি শটে দলকে এগিয়ে দেন রদ্রিগো। ম্যাচের ২৩ মিনিটে ব্যবধান দিগুণ করেন রিয়াল তারকা ইসকো। এর তিন মিনিট পর হেডে ব্যবধান ৩-০ করেন থিয়াগো আলকান্তারা।
আর গ্রুপের অন্য ম্যাচে মেসিডোনিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র করেছে ইতালি। ঘরের মাঠে ম্যাচের ৪০ মিনিটে জর্জো কিয়েল্লিনির গোলে এগিয়ে বিরতিতে যায় স্বাগতিকরা। তবে ম্যাচের ৭৭ মিনিটে সমতায় ফেরে মেসিডোনিয়া। বাকি সময় আর গোল না হলে ড্র নিয়েই মাঠ ছাড়ে ২০০৬ সালে বিশ্বকাপ জেতা ইতালি।
এদিকে দিনের প্রথম ম্যাচে জর্জিয়ার মাঠে ১-০ গোলের জয় পেয়েছে ওয়েলস। আর মলডোভাকে ২-০ ব্যবধানে হারিয়ে বিশ্বকাপ খেলার সম্ভাবনা টিকিয়ে রেখেছে রিপাবলিক অব আয়ারল্যান্ডও।

সুত্র: জাগো নিউজ।