রামুর দিদার ও বেলাল ইয়াবাসহ ডিএনসির হাতে আটক

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

সংবাদদাতা :
কক্সবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের একটি টিম রামুতে অভিযান চালিয়ে ১ হাজার পিস ইয়াবাসহ রামু উপজেলার ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে।

সোমবার ২ অক্টোবর দুপুরে রামু থানাধীন উত্তর ফতেখাঁরকুল গ্রামের দিদারুল আলমের বসত ঘরে অভিযান পরিচালনা করে ১ হাজার পিস ইয়াবা উদ্ধার সহ ওই দুই মাদক ব্যবসায়ীকে আটক করে।

আটককৃত আসামীরা হলেন,১। দিদারুল আলম (৩৪), পিতা- মৃত মোজাফফর আহাম্মদ, সাং- মুসলিম পাড়া, ৯ নং ওয়ার্ড, ফতেখাঁরকুল, রামু-কক্সবাজার,২। মোঃ বেলাল হোসেন (৩৫), পিতা- মৃত মোহাম্মদ হোসাইন, সাং- তেচ্ছিপুল, ৪ নং ওয়ার্ড, চাকমারকুল, রামু-কক্সবাজার।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সোমেন মন্ডল জানান, আটককৃত আসামীরা পরস্পর সহযোগিতায় দীর্ঘদিন যাবত ইয়াবা ব্যবসা চালিয়ে যাচ্ছে বলে প্রাথমিক জিজ্ঞেসাবাদে জানা যায়। উক্ত ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক শেখ আবুল কাশেম বাদী হয়ে সংশ্লিষ্ট আইনে রামু থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।এবং আমাদের মাদকবিরোধী এই অভিযান অব্যাহত থাকবে।