কক্সবাজার প্রতিনিধি :
কক্সবাজারের রামু থেকে আলোচিত ৪ ছাত্র অপহরণ মামলার এক আসামীকে গ্রেফতার করেছে এপিবিএন।
১০ ফেব্রুয়ারী দুপুর সোয়া ১ টার দিকে নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্প এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
ধৃত আসামী হচ্ছে হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালী এলাকার আব্দুল মোন্নাফের ছেলে নুরুল আমীন (১৮)।
গত ০৮/১২/২০২১ তারিখ রামু থেকে বেড়ানোর কথা বলে রোহিঙ্গা দুস্কৃতকারী কর্তৃক ০৪ জন ছাত্র অপহরণ হয় এবং এপিবিএন ও র্যাবের অভিযানে ছাত্রদের উদ্ধার করাসহ টেকনাফ মডেল থানায় একটি অপহরণ মামলা রুজু হয়। ১০/০২/২০২২ খ্রিঃ দুপুর অনুমান ১৩:১৫ ঘটিকায় নয়াপাড়া এপিবিএন ক্যাম্পের অফিসার ও ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বর্ণিত চাঞ্চল্যকর চার ছাত্র অপহরণ মামলার অন্যতম আসামী মোঃ নুরুল আমীন (১৮), পিতা-আব্দুল মোন্নাফ, গ্রাম-মোচনী, ডাকঘর-রঙ্গিখালী, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজারকে আটক করে। উল্লেখ্য যে, ইতিপূর্বে এপিবিএন এর অভিযানে বর্ণিত মামলার আরো ০৩ আসামী গ্রেফতার করে টেকনাফ থানায় সোপর্দ করা হয়েছে।
আইনগত ব্যবস্থা গ্রহণের নিমিত্তে আটক আসামীকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।