টেকনাফ টুডে ডেস্ক : ভারতের মুম্বাইয়ে অবস্থিত সবচেয়ে অভিজাত এলাকা জুহুতে অবস্থিত শ্বশুরবাড়ির বিশাল বাংলো ছাড়লেন রানি মুখার্জি। স্বামী আদিত্যকে নিয়ে নতুন বাড়িতে উঠেছেন এই নায়িকা।
সম্প্রতি রানি ও আদিত্য ‘চোপড়া ম্যানসন’-এর সামনেই একটা বাড়ি কিনেছেন। এখন থেকে সেখানেই মেয়ে আদিরাকে নিয়ে খাকবেন তারা। জুহুতে বাবা যশ চোপড়ার বাড়িতে মা পামেলা চোপড়া ও ভাই উদয় চোপড়ার সঙ্গেই থাকতেন আদিত্য ও রানি।
জানা গেছে, মেয়েকে তার নিজের মতো করে বড় করে তোলার জন্যই নাকি নতুন বাড়ি কিনেছেন তারা। তাদের চাওয়া আদিরা আর পাঁচজন সাধারণ শিশুর মতোই বড় হোক।
উল্লেখ্য, ২০১৪ সালে ইতালিতে চুপিসারে মালাবদল করেছিলেন রানি ও আদিত্য। ২০১৫ সালে তাদের ঘরে ছোট্ট মেয়ে আদিরা। শোনা যায়, রানির বিয়েতে মত দেননি আদিত্যের মা। কারণ, আদিত্য চোপড়ার প্রথম স্ত্রী পায়েল খান্নার সঙ্গে তার সম্পর্ক ভালো ছিল। রানির সঙ্গে পামেলার তিক্ত সম্পর্ক আছে বলে বিভিন্ন সময় সংবাদ প্রকাশিত হয়েছিল।