রানি ও প্রিন্স ফিলিপ করোনার টিকা নিলেন

: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৪ years ago

টেকনাফ টুডে ডেস্ক : করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে টিকা নিয়েছেন ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথ ও তার স্বামী ডিউক অব এডিনবরা প্রিন্স ফিলিপ। স্থানীয় সময় গতকাল শনিবার তাদেরকে টিকার প্রথম ডোজ দেওয়া হয়। পারিবারিক ডাক্তারের মাধ্যমেই তারা টিকা গ্রহণ করেছেন। ব্রিটিশ রাজপরিবারের বরাত দিয়ে বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, সাধারণত রাজপরিবারের স্বাস্থ্যবিষয়ক খবর বাইরে প্রকাশ করা হয় না। তবে গুজব ঠেকাতে এবার রানি নিজেই চেয়েছেন তাদের টিকা গ্রহণের বিষয়টি যেন বাইরে প্রচার পায়।

৯৪ বছর বয়সী রানি ও ৯৯ বছর বয়সী প্রিন্স ফিলিপসহ যুক্তরাজ্যে এখন পর্যন্ত প্রায় ১৫ লাখ মানুষকে কোভিড-১৯-এর টিকার অন্তত একটি ডোজ দেওয়া হয়েছে। যুক্তরাজ্যে ৮০ বছরের বেশি বয়সীদের অগ্রাধিকারভিত্তিতে আগে টিকা দেওয়া হচ্ছে।