টেকনাফ টুডে ডেস্ক : আজ রাতেই পাকিস্তান সফর শুরু হচ্ছে । যেহেতু এখন ঢাকা থেকে সরাসরি পাকিস্তানে যাওয়া সম্ভব নয়। তাই বাংলাদেশ সময় রাত ৮টায় বাংলাদেশ বিমানের বিশেষ ভাড়া করা চাটার্ড ফ্লাইটে পাকিস্তানের উদ্দেশে রওনা হবে জাতীয় দল।
প্রায় সাড়ে তিন ঘণ্টার যাত্রার পর রাত সাড়ে ১১টা নাগাদ টি-টোয়েন্টি সিরিজের আয়োজক শহর লাহোর পৌঁছাবেন মাহমুদউল্লাহ রিয়াদ-তামিম ইকবালরা। পরে আগামী ২৪ জানুয়ারি সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ।
পরের দুই ম্যাচ হবে ২৫ ও ২৭ তারিখ। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে টাইগারদের নিরাপত্তার জন্য লাহোরে মোতায়েন থাকবে ১০ হাজার পুলিশ, ১৭ এসপি, ৪৮ ডিএসপি, ১৩৪ ইনসপেক্টর এবং ৫৯২ জন অধস্তন নিরাপত্তাকর্মী।
যদিও পেস বোলিং কোচ হিসেবে দলের সঙ্গে যাচ্ছেন সাবেক লঙ্কান পেসার ও কোচ চম্পকা রামানায়েকে (বর্তমানে বাংলাদেশের এইপি ইউনিটের কোচ)। তবে আগে থেকেই শোনা যাচ্ছিল, পাকিস্তান সফরে দলের সঙ্গে যোগ দিতে পারেন ওটিস গিবসনও। এ ব্যাপারে নিশ্চিত করেছে বিসিবিও। বাংলাদেশের এ নতুন পেস বোলিং কোচ পাকিস্তান সফরের টি-টোয়েন্টি সিরিজ থেকেই কাজ শুরু করবেন দলের সঙ্গে।
পাকিস্তান সফরে বাংলাদেশের টি-টোয়েন্টি স্কোয়াড
মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, আফিফ হোসেন ধ্রুব, নাইম শেখ, নাজমুল হাসান শান্ত, মোহাম্মদ মিঠুন, মেহেদী হাসান, আমিনুল বিপ্লব, মোস্তাফিজুর রহমান, শফিউল ইসলাম, রুবেল হোসেন, আল-আমিন হোসেন ও হাসান মাহমুদ।