রাজবাড়ীতে বন্দুকযুদ্ধে নিহত-১

: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

টেকনাফ টুডে ডেস্ক : রাজবাড়ী জেলা সদরের চন্দনী ইউনিয়নের কালিবাড়ি এলাকায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক যুবক নিহত হয়েছেন। নিহতের নাম আবদুর রহিম (৩৮)।

রোববার রাত ৩টার দিকে উপজেলার চন্দনী ইউনিয়নের কালিবাড়ি এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

পুলিশের দাবি, নিহত রহিম পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি ও অস্ত্রসহ ৮টি মামলা রয়েছে। রহিম জেলা সদরের শহিদওহাবপুর ইউনিয়নের ধুলদী জয়পুর গ্রামের বাসিন্দা।

রাজবাড়ী সদর থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, আট মামলার আসামি রহিমকে ধরতে চন্দনী ইউনিয়নের কালিবাড়ী এলাকায় অভিযানে যায় পুলিশ। এসময় রহিম ও তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে হামলা ও গুলি চালায়। পুলিশও আত্মরক্ষায় পাল্টা গুলি চালালে আবদুর রহিম গুলিবিদ্ধ হন।

পরে তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক রহিমকে মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থল থেকে দুটি ওয়ান শুটারগান,একটি তাজা কার্তুজ ও নয় রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়েছে। রহিমের বিরুদ্ধে হত্যা, ডাকাতি ও অস্ত্রসহ একাধিক মামলা রয়েছে বলে জানান ওসি।