টেকনাফ টুডে ডেস্ক |
রাজধানীতে গোয়েন্দা পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই যুবক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে আফতাবনগরে এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। নিহতদের মৃতদেহ ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে।
ঘটনাস্থল থেকে চারটি পিস্তল, ১৬টি গুলি, ৫০ কেজি গাঁজা ও একটি মাইক্রোবাস উদ্ধার করেছে পুলিশ।
ডিবি উত্তরের উপকমিশনার মশিউর রহমান জানান, সকাল ৭টার দিকে আফতাবনগরে গুলিবিদ্ধ অবস্থায় দুজনকে উদ্ধার করে পুলিশ।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বাচ্চু মিয়া জানান, নিহতের মৃতদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বৃহস্পতিবার তাদের ময়নাতদন্ত করা হবে।