রাখাইনে ফের আগুন !

: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

পিকলু দত্ত, টেকনাফ :
রাখাইনে ফের উড়ছে ধোঁয়ার কুন্ডলী । রোববার (১৫ডিসেম্বর) দুপুরে টেকনাফ পৌর এলাকার ট্রানজিট জেটি থেকে ধোঁয়ার কুন্ডলী প্রত্যক্ষ করেছেন স্থানীয়রা। মংডু টাউনশীপের আনুমানিক ৪-৫ কিলোমিটার উত্তরের এলাকা থেকে ধোঁয়া উড়তে দেখা যায়।

এসময় সীমান্তের কাছাকাছি স্থানীয় লোকজনের সাথে কথা বলে জানা গেছে, রোববার সকাল থেকে তারা নাফ নদীর ওইপাড় থেকে ধোঁয়ার কুন্ডলী উড়তে দেখছেন। সেই গ্রামটি মংডুর আশিক্কা পাড়া অথবা পেরামপুরু হতে পারে বলে অনুমান করছেন তারা। এছাড়া গত রাতে ওইপাড় থেকে ৮-১০ রাউন্ড গুলির শব্দও শোনেছেন তারা।

তবে সেই আগুন কোন বাড়ি ঘরের আগুন কিনা সেব্যাপারে পরিস্কার কোন ধারনা পাওয়া যায়নি।

নির্ভরযোগ্য অপর একটি সূত্র জানিয়েছে পাহাড়ে জুম চাষের জন্য আগুন দেওয়া হয়ে থাকতে পারে।

তবে আগুনের নিশ্চিত কোন তথ্য পাওয়া না গেলেও এই পাড়ের মানুষের কৌতুহলের শেষ নেই। শত শত লোকজন আগুন ও ধোঁয়ার কুন্ডলী দেখে নানা মন্তব্য প্রকাশ করছেন।

এব্যাপারে জানতে বর্ডার গার্ড বাংলাদেশ টেকনাফস্থ দুই ব্যাটালিয়ন অধিনায়কের সাথে মোবাইল যোগাযোগের চেষ্টা করা হলেও সংযোগ না হওয়ায় বক্তব্য জানা যায়নি।

এদিকে শনিবার আরাকান আর্মির সাথে সংঘর্ষে মিয়ানমার সেনাদের রকেট লাঞ্চার নিক্ষেপে বুচিদং এর থানচিপ্রাং নামে একটি গ্রামের দুইটি রোহিঙ্গা ঘর ও ৬টি গবাদি পশু পুড়ে গেছে বলে অসমর্থিত সূত্রে জানা গেছে।

প্রসঙ্গত, রাখাইনে মিয়ানমার সেনাদের নির্মম নির্যাতনে সীমান্ত পাড়ি দিয়ে পালিয়ে আসা ১১লাখ রোহিঙ্গা বর্তমানের উখিয়া-টেকনাফের ৩৪টি ক্যাম্পে অবস্থান করছে।

সীমান্তের মানুষের সাথে কথা বলে জানা গেছে ওইপাড়ে আগুন দেখলেই আবারো রোহিঙ্গা অনুপ্রবেশের আতংকে উদ্বিগ্ন হয়ে উঠেন তারা।