নুরুল করিম রাসেল, টেকনাফ ।
রাখাইনের মংডু সুধা পাড়া গ্রামে আগুন দিয়েছে সেনাবাহিনী। শুক্রবার রাতে টেকনাফ পৌর এলাকা থেকে আগুনের লেখিখান শিখা প্রত্যক্ষ করেছে সীমান্তের অধিবাসিরা। এছাড়া গোদাম পাড়া নামক একটি স্থানে নদীর পাশে প্রায় ১০ হাজার রোহিঙ্গাকে কয়েকদিন ধরে ঘিরে রেখেছে সেনাবাহিনী। সেখানে কাপড় ও পলিথিন দিয়ে ছোট ছোট তাবু বানিয়ে তারা অবস্থান করছে। সেনাবাহিনী তাদেরকে কোথাও যেতে দিচ্ছেনা। আবার তাদের কাছে থাকা মোবাইল ও দা-চুরি কেড়ে নিচ্ছে তারা। সেখানে থাকা রোহিঙ্গাদের খাদ্য ও পানির তীব্র সংকট দেখা দিয়েছে। শুক্রবার গোপনে সেখানে থাকা এক রোহিঙ্গা তার আত্মীয়দের কাছে একটি ভিডিও পাঠিয়ে এ অবস্থার বর্ণনা দেন। এখন তাদেরকে নিয়ে সেনাবাহিনী কি করবে তা নিয়ে তারা শংকিত রয়েছে।