রঙ্গিখালী মহিলা মাদ্রাসা এমপিও ভূক্তিতে অগ্রণী ভূমিকা রাখায় সাবেক এমপি বদিকে ফুলেল শুভেচ্ছা

: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

বার্তা পরিবেশক : রঙ্গিখালী খাদিজাতুল কোবরা (রা) মহিলা দাখিল মাদ্রাসা এমপিও ভুক্তিতে অগ্রণী ভূমিকা রাখায় মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আব্দুর রহমান বদিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
গতকাল ১৪ ডিসেম্বর শনিবার সন্ধ্যায় পৌরসভাস্থ বদির বাসভবনে মাদ্রাসার একটি প্রতিনিধিদল ফুলের শুভেচ্ছা জানান। এসময় উপস্থিত ছিলেন মাদ্রাসার সুপার ফখরুল ইসলাম ফারুকী,দৈনিক ইত্তেফাকের টেকনাফ সংবাদদাতা ও রঙ্গিখালী সরকারী প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি জসিম উদ্দিন টিপু,আওয়ামী লীগ নেতা হাসান আলী পিন্টু, মাওলানা নুরুল কবিরসহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। সাক্ষাতাকালে সাবেক এমপি আব্দুর রহমান বদি মাদ্রাসার প্রতিষ্টাতা ডক্টর গাজী কামরুল ইসলামের অবদানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন,আগামীতে রঙ্গিখালী মহিলা মাদ্রাসার সবধরণের সমস্যায় প্রয়োজনীয় সহযোগীতা দেওয়া হবে। #