২০ জুলাই কক্সবাজার থেকে প্রকাশিত দৈনিক গণসংযোগ পত্রিকার শেষ পাতায় “রঙ্গিখালীতে সন্ত্রাসীদের অস্ত্রের ঝনঝনানি, জনমনে আতংক” শীর্ষক সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে। যাহা সত্যের লেশমাত্র নেই। প্রকাশিত সংবাদে যে সব তথ্য উপাত্ত উপস্থাপন করা হয়েছে তার সাথে আমার দুরতম সম্পর্ক নেই। প্রতিপক্ষ আমার কল্যাণমূলক কাজের প্রতি ঈর্ষান্বিত হয়ে আমার বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচারে লিপ্ত রয়েছে। এ প্রসঙ্গে আমার বক্তব্য নি¤েœ তুলে ধরলাম। আমি ২০০৯ সাল হতে ২০১৫ সাল পর্যন্ত মুসলিম এইড নামক এনজিওতে চাকুরীরত ছিলাম। বর্তমানে আমি টমটম গাড়ী চালিয়ে জীবিকা নির্বাহ করে আসছি। মূলত ঘটনা হচ্ছে, পারিবারিক শত্রুতার জের ধরে আমাকে বর্তমান প্রেক্ষাপটে বেকায়দায় ফেলার উদ্দেশ্যে ইয়াবা ব্যবসা সংক্রান্ত বিষয়ে ফাঁদে ফেলে প্রশাসনকে উসকে দিচ্ছে এবং এর সাথে আমার দুরতম কোন সম্পর্ক নেই। ব্যক্তিগতভাবে আমি মাদক ইয়াবাকে ঘৃণা করি এবং মাদকের বিরুদ্ধে সামাজিকভাবে আমার অবস্থান অটুট রয়েছে। বিষয়টি সুষ্ঠুভাবে তদন্তপূর্বক ব্যবস্থা এবং অপপ্রচারকারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের প্রতি জোড়ালো আবেদন জানাচ্ছি। কাজেই উক্ত মিথ্যা সংবাদে কাউকে বিভ্রান্ত না হওয়ার জন্য সকলের প্রতি আমার অনুরোধ রইল। ভবিষ্যতে এধরনের সংবাদ যাচাই বাছাই পূর্বক প্রকাশে সংশ্লিষ্টদের প্রতি আহবান জানাচ্ছি অন্যথায় আমি আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হবো। অতএব প্রকাশিত সম্পুর্ন মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যমূলক সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
প্রতিবাদকারী
জসিম উদ্দিন
রঙ্গিখালী, হ্নীলা