রঙ্গিখালীতে অস্ত্রের ঝন-ঝনানি শীর্ষক উস্কানিমূলক সংবাদের তীব্র প্রতিবাদ

: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

বার্তা পরিবেশক : গত ২০জুলাই দৈনিক গণসংযোগ পত্রিকার শেষ পৃষ্টায় “রঙ্গিখালীতে সন্ত্রাসীদের অস্ত্রের ঝন-ঝনানি : জনমনে আতংক” শীর্ষক সংবাদটি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। যা বানোয়াট, ভিত্তিহীন, উদ্দেশ্য প্রণোদিত। এটি কেবলমাত্র কথিত সংবাদকর্মী চিহ্নিত দালাল ও ইয়াবা কারবারী সিন্ডিকেটের সাজানো পরিকল্পিত ষড়যন্ত্র।

সংবাদে উল্লেখিত ঘটনা সম্পর্কে আমরা মোটেও অবগত নয়। কারা এই ঘটনার সাথে জড়িত তাদের সাথেও আমাদের কোন ধরণের সম্পর্ক নেই। শত্রু মহলের ইন্ধনে উদ্দেশ্যমূলকভাবে আমাদের বিরুদ্ধে মিথ্যা সংবাদ পরিবেশন করে ঘোলা পানিতে মাছ শিকারের অপচেষ্টা চালিয়েছে।

ইয়াবা কারবারী উক্ত প্রতিবেদক টাকার বিনিময়ে আমাদের বিরুদ্ধে জামাই-শ্বাশুড় জনৈক সোনা মিয়া এবং ইসমাইলের মধ্যে সংঘটিত ঘটনায় উদ্দেশ্যমূলকভাবে আমাদের জড়িয়েছে। আমরা উক্ত সংবাদ প্রেরণকারী মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণের জন্য আইন শৃংখলা বাহিনীর সহায়তা কামনা করছি এবং নিরপেক্ষ তদন্ত দাবী করছি।

সংবাদে উল্লেখিত ঘটনার সাথে আমাদের কোন ধরনের সম্পর্ক নেই। আমরা কোন প্রকার মাদক ব্যবসার সাথে জড়িত না। কোন ধরনের সন্ত্রাসী কার্য্যক্রমের সাথে জড়িত নয়। বরং ঐ কথিত মাদক সংশ্লিষ্ট সংবাদকর্মী এলাকায় স্বীকৃত মাদক কারবারী, সন্ত্রাসী, ডাকাত, অপহরণ ও মুক্তিপণ আদায়কারী চক্রের এজেন্ট হিসেবে কাজ করছে। উক্ত সংবাদ কর্মী তথা ইয়াবা কারবারী এলাকার চিহ্নিত মাদক পরিবারের জামাতা এবং মাদক পরিবারের নাতি। যা আইন-শৃংখলা বাহিনীর গোপনীয় নথিতে রয়েছে। আমরা উক্ত বানোয়াট, মনগড়া, মিথ্যা সংবাদাংশের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

প্রতিবাদকারী :
মিজানুর রহমান প্রকাশ বাগাইস্যা,
নাছির উদ্দিন,
জসিম উদ্দিন,
বোরহান উদ্দিন প্রকাশ আম্মুনী,
সর্ব পিতা : গুরা মিয়া
রঙ্গিখালী, হ্নীলা, টেকনাফ।